এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > নারদ কাণ্ডে মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারির প্রতিবাদে দল ছাড়লেন রাজ্যের আরও এক বিজেপি নেতা

নারদ কাণ্ডে মন্ত্রী-বিধায়কদের গ্রেপ্তারির প্রতিবাদে দল ছাড়লেন রাজ্যের আরও এক বিজেপি নেতা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার থেকে রাজ্য রাজনীতিতে রীতিমত ঝড় তুলে দিয়েছে নারদ কান্ডে সিবিআই এর চরম পদক্ষেপ। নারদ কান্ড নিয়ে তদন্ত চালানোর পর সিবিআই এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন তৃণমূলের 3 নেতা-মন্ত্রী ও বিধায়ক এবং প্রাক্তন মেয়র। এই গ্রেফতার সিবিআইয়ের পদক্ষেপের কারণে হলেও এই ঘটনায় কিন্তু তৃণমূল কেন্দ্রীয় সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে। শুধু তৃণমূল নয়, গেরুয়া শিবিরের একাংশও কিন্তু তৃণমূলের এই অভিযোগকে মেনে নিয়েছে। এবং চাঞ্চল্যকরভাবে এই দুদিনেই গেরুয়া শিবির থেকে দুই নেতা পদত্যাগ করলেন, যা কার্যত অস্বস্তির মুখে ফেলেছে বঙ্গ বিজেপিকে বলে মনে করা হচ্ছে।

নারদ কান্ডে তৃণমূলের মন্ত্রী বিধায়কদের গ্রেফতারের প্রতিবাদে এবার কোচবিহারের বিজেপি নেতা ভূষণ সিং গেরুয়া শিবির ত্যাগ করলেন। প্রসঙ্গত, এই ভূষণ সিং বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দিয়েছিলেন। গত 3 এপ্রিল তিনি বিজেপিতে নাম লিখিয়েছিলেন। কিন্তু এবার নির্বাচনের পর ভূষণ সিং সম্পূর্ণরূপে অন্য কথা বলছেন। তিনি জানিয়েছেন, শুভেন্দু অধিকারী তাঁকে আশ্বাস দিয়েছিলেন ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন রাজ্যে। সেই আশ্বাসে ভর করেই তিনি দলবদল করেছিলেন। কিন্তু বর্তমানে গেরুয়া শিবিরের পক্ষ থেকে রীতিমতো ঘৃণ্য রাজনীতি করা হচ্ছে, তাই সেই রাজনীতির অংশ তিনি হতে চান না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অতএব গেরুয়া শিবির তিনি ছাড়লেন। তবে তিনি তৃণমূলে আবার ফেরত আসবেন কিনা তা নিয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, সোমবার সকালে রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র, পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় এবং প্রাক্তন তৃণমূল ও বিজেপি নেতা এবং প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করে। বৃহস্পতিবার পর্যন্ত তাঁরা জেল হেফাজতে ছিলেন। আজকে শুক্রবার আদালতের নির্দেশে আপাতত তাঁরা গৃহবন্দি হয়েছেন।

কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, বিধানসভা নির্বাচনের হারকে কার্যত মানতে পারছেনা গেরুয়া শিবির। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে কাজে লাগিয়ে বিধায়ক মন্ত্রীদের গ্রেফতার করানো হয়েছে। এই অভিযোগকে মান্যতা দিয়ে কিছুদিন আগেই ফুটবলার দীপেন্দু বিশ্বাস গেরুয়া শিবির থেকে বেরিয়ে আসেন। বিশেষজ্ঞদের মতে, এই গ্রেপ্তারিতে রাজনৈতিক যোগ না থাকার দাবি উঠলেও কার্যত বিভিন্ন ক্ষেত্রে অন্য ছবি উঠে আসছে। ফলস্বরূপ বঙ্গ বিজেপি শিবিরে কিন্তু ভাঙনের হাতছানি দেখা যাচ্ছে। বিধানসভা নির্বাচনে বিপুল হারের পর ইতিমধ্যেই বঙ্গ বিজেপি শিবির বেশ কিছুটা কোণঠাসা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!