এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নারদ মামলায় নয়া মোর, কলকাতা হাইকোর্টে গঠিত হলো বৃহত্তর বেঞ্চ

নারদ মামলায় নয়া মোর, কলকাতা হাইকোর্টে গঠিত হলো বৃহত্তর বেঞ্চ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত সোমবার সকালে চূড়ান্ত নাটকীয় ভাবে সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজ্যের ৪ হেভিওয়েট। যারা হলেন ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়। নারদ কান্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। এরপর গত বুধবার হাইকোর্টে নারদ মামলার শুনানি চলে। এরপর গতকাল শুক্রবার মামলার দ্বিতীয় শুনানি। গতকাল নারদ মামলার শুনানির জন্য হাইকোর্ট বৃহত্তর বেঞ্চ গঠন করে। হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানি হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল নারদ কান্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েটের জামিনের দাবি তোলা হয়েছিল আদালতে। হাইকোর্টের একাধিক বিচারপতি তাতে আপত্তি প্রকাশ করেছেন। এ কারণে তাঁদের জামিনের মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে। গতকাল হাইকোর্টের ৫ জন বিচারপতিকে নিয়ে একটি বৃহত্তর বেঞ্চ গঠন করা হয়েছে। যেখানে আছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল, বিচারপতি হরিশ ট্যান্ডন, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়, বিচারপতি সৌমেন সেন, বিচারপতি অভিজিত্‍ বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার হাইকোর্টের এই বৃহত্তর বেঞ্চে নারদ মামলার পরবর্তী শুনানি হতে চলেছে।

হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে নারদ মামলার শুনানি না হওয়া পর্যন্ত নারদ কান্ডে অভিযুক্ত ৪ হেভিওয়েটকে গৃহবন্দি থাকার নির্দেশ দিয়েছে আদালত । আগামী সোমবার হেভিওয়েটদের জামিনের ওপর স্থগিতাদেশ নিয়ে আদালতে শুনানি হতে চলেছে। তার আগে পর্যন্ত তাঁদের গৃহবন্দী থাকতে হবে। গৃহবন্দি থাকা অবস্থায় তাঁরা কি কি করতে পারবেন? তা আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!