এখন পড়ছেন
হোম > অন্যান্য > করোনার অ্যান্টিবডি তৈরী করবে ‘ভাবিজি পাঁপড়’? কেন্দ্রীয় মন্ত্রীর অদ্ভুত দাবিতে হাসির রোল!

করোনার অ্যান্টিবডি তৈরী করবে ‘ভাবিজি পাঁপড়’? কেন্দ্রীয় মন্ত্রীর অদ্ভুত দাবিতে হাসির রোল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগ্নেয়গিরির ধূমায়িত লেলিহান লাভার মতো করোনা দিন দিন গ্রাস করে চলেছে পৃথিবীকে । ভারতকেও ক্ষমা করেনি এই অদৃশ্য দানবটি । ভারতে ক্রমেই বিস্তৃত হচ্ছে তার জাল। আর যে জালে বাধা পড়ছে প্রতিদিন হাজার হাজার ভারতবাসী। কবে মুক্তি মিলবে করোনা থেকে ? এর উওর কারোর জানা নেই। কেউ মদ খেয়ে করোনা তাড়াবার নিদান দিয়েছিলেন, কেউ বা নাকে সর্ষের তেল দিয়ে করোনা তাড়াতে বলেছিলেন, কেউ আবার করোনা তাড়াবার উপায় হিসাবে গোমূত্র পানের পরামর্স দিয়েছিলেন।

তবে করোনা তাড়াতে এগুলির কোনোটিই যে কাজে লাগেনি সে কথা বলাই বাহুল্য। উপরন্তু এইসব আজব পরামর্শে বিভ্রান্ত হয়েছে সাধারণ মানুষ।এবার করোনা বধের উপায় হিসাবে সামনে এলো আরো এক নতুন সংযোজন। কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘোয়াল এক বিশেষ পাঁপড় বাজারে এনেছেন।

তাঁর দাবি, এই পাঁপড় খেলে দেহে তৈরী হবে অ্যান্টিবডি, যার জোরে রোধ করা যাবে করোনা। ‘ভাবীজি’ পাঁপরের উদ্বোধন অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মেঘওয়াল আজব এই দাবি করে বলেছেন, “এই পাঁপড় COVID-10 মোকাবিলায় অত্যন্ত কার্যকরী।” সঙ্গে তিনি এও জানিয়েছেন যে, মোদী সরকারের আত্মনির্ভর অভিযানে সামিল হয়ে তৈরী করা হয়েছে এই বিশেষ পাঁপড়টি ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

‘ভাবীজি’ পাঁপড় সম্পর্কে কেন্দ্রীয় মন্ত্রীর এমন আজব দাবির ভিডিওটি খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে পরে সোশ্যাল মিডিয়ায়। তুলে ঝড় ওঠে সমালোচনার ।
ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা যেখানে প্রায় ১৩ লক্ষ ছুঁইছুঁই , মৃতের সংখ্যা যেখানে ৩০ হাজার অতিক্রম করেছে, করোনার কোনো প্রতিষেধকও যখন আবিষ্কার করা সম্ভব হয়নি।তখন এই ভয়াবহ পরিস্থিতিতে দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রীর আজব দাবিতে ক্ষুব্দ অনেকেই।

দেশের করোনা পরিস্তিতি যেখানে কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রণের প্রায় বাইরে চলে গেছে, কেন্দ্রীয় সরকারের করোনা নিয়ন্ত্রণে দক্ষতা ৮০-৯০ % থেকে কমে গিয়ে ৭৭.৩ % এ নেমেছে সেখানে দাঁড়িয়ে মন্ত্রী মশাইয়ের এমনতর দায়িত্বহীন, হাস্যকর বক্তব্যে যথেষ্ট লজ্জায় পড়তে হয়েছে কেন্দ্রীয় সরকারকে।তাঁর এই আজব বক্তব্য বিরোধীদের হাতে সরকারকে আক্রমণের অস্র তুলে দিয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!