এখন পড়ছেন
হোম > রাজ্য > করোনা থেকে মুক্তির পথে বাংলা, আশার আলো রাজ্যজুড়ে!

করোনা থেকে মুক্তির পথে বাংলা, আশার আলো রাজ্যজুড়ে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- প্রায় দুই বছর করোনা মহামারীর সঙ্গে লড়াই করতে হয়েছে গোটা ভারতবর্ষকে। একটি ঢেউ বিদায় নেওয়ার পরেই চলে এসেছে পরবর্তী ঢেউ। যার ফলে বন্ধ হয়ে গিয়েছে স্কুল-কলেজ থেকে শুরু করে দোকান বাজার। মানুষের অর্থনৈতিক পরিস্থিতি কার্যত প্রশ্নের মুখে দাঁড়িয়ে পড়েছিল। স্বাভাবিকভাবেই চতুর্থ ঢেউ আসতে পারে বলেও আশঙ্কা তৈরি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে। কিন্তু ধীরে ধীরে করোনা মহামারীকে কাটিয়ে উঠছে ভারত থেকে শুরু করে পশ্চিমবঙ্গ। প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও, তা উদ্বেগজনক নয় বলেই মনে করছেন একাংশ।

সূত্রের খবর, এদিন রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে গিয়েছে। যেখানে গতকাল করোনা আক্রান্তের সংখ্যা ছিল 525 জন। কিন্তু সেই জায়গায় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে 519 জন। স্বভাবতই আক্রান্তের সংখ্যা ওঠানামা করলেও তা যে আয়ত্তের মধ্যেই রয়েছে, তা বলার অপেক্ষা রাখে না। যার ফলে ধীরে ধীরে করোনা মহামারী কাটিয়ে সুস্থতার পথে এগিয়ে যাচ্ছে বাংলা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!