এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর! ব্যাঙ্কে ৩ হাজার পদে নিয়োগ শীঘ্রই! জেনে নিন বিস্তারিত

চাকরি প্রার্থীদের জন্য বড়সড় সুখবর! ব্যাঙ্কে ৩ হাজার পদে নিয়োগ শীঘ্রই! জেনে নিন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতিতে চাকরি খুইয়েছেন নাকি নতুন চাকরি পাওয়ার আশায় হন্যে হয়ে রয়েছেন? যদি আপনিও হোন এই সমস্যাগুলি শিকার, তবে আপনার জন্য সুখবর আছে। কারণ শীঘ্রই চাকুরী প্রার্থীদের ক্ষেত্রে একটি বড় অংকের বিনিয়োগের খবর পাওয়া গেছে। ইতিমধ্যেই যার অনলাইনে আবেদনের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে চাকরি কোথায়? অনেক চাকরিপ্রার্থীর পছন্দের জায়গা রাষ্ট্রায়ত্ত ব্যাংক। সেই ব্যাংকেই ক্লার্ক এবং প্রবেশনারি অফিসারের চাকরির ক্ষেত্রে নতুন লোক নেওয়া হবে বলে জানা গেছে।

চাকরির ক্ষেত্র:- সফল প্রার্থীদের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের জন্য নির্বাচিত করা হবে। সেই তালিকায় royeche, ইউবিআই, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব বরোদা, কানাড়া ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব মহারাষ্ট্র। তবে ইতিমধ্যেই ক্লার্ক পদের জন্য প্রায় ৩০ লক্ষ আবেদন জমা পড়ার সম্ভাবনা প্রকাশ করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পরীক্ষা প্রক্রিয়া:- এক্ষেত্রে পরীক্ষা হবে অনলাইন। ক্লার্ক পরীক্ষার মূলত দু’টি পর্যায় থাকবে। প্রথমটি প্রিলিমিনারি। সেখানে সফল হলে তবেই কেউ ফাইনাল পরীক্ষায় বসার সুযোগ পাবেন। তারপর ইন্টারভিউ প্রক্রিয়ার পর তৈরি হবে চূড়ান্ত মেধা তালিকা। আগামী ৫, ১২ এবং ১৩ই ডিসেম্বর অনলাইনে প্রিলিমিনারি পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। ৩১শে ডিসেম্বর পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানা গেছে। আগামী বছরের ২৪শে জানুয়ারি মেইন পরীক্ষার বিষয়টি নেওয়া হবে বলে চূড়ান্ত সিদ্ধান্ত করা হয়েছে। সেই সঙ্গে তার ফল জানা যাবে ১ এপ্রিল।

এছাড়া আগামী মাসের ৩ তারিখ থেকে ব্যাঙ্কের প্রবেশনারি অফিসার পদে অনলাইন পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে। সেই সঙ্গে প্রিলিমিনারি পরীক্ষা চলবে ১০ই ও ১১ই অক্টোবর। ২৮শে নভেম্বর মেইন পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। আগামী ২০২১ সালের জানুয়ারির ও ফেব্রুয়ারি মাস জুড়ে চলবে ইন্টারভিউ প্রক্রিয়া। ইন্টারভিউতে সফল প্রার্থীদের এপ্রিল মাস থেকে চাকরিতে বহাল করা হবে বলে জানা গেছে।

অন্যান্য বিষয়:- চলতি মাসের ২৩শে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইন ফর্ম ফিলাপ চলবে। মোট শূন্যপদ ১ হাজার ৫৫৭টি। যোগ্যতা স্নাতক। সাধারণ প্রার্থীদের জন্য পরীক্ষায় বসার বয়সসীমা ২৮ বছর। এসটি-এসসি এবং ওবিসি প্রার্থীদের জন্য যথাক্রমে ৫ এবং ৩ বছরের বয়েসের ছাড় দেওয়া হয়েছে। অন্যদিকে, প্রবেশনারি অফিসার পদে আবেদন করার শেষ দিন চলে গেছে গত ২৬ আগস্টই। সেখানে ১ হাজার ৪১৭টি এই শূন্যপদের জন্য ২৪ লক্ষেরও বেশি আবেদন জমা পড়েছিল। সর্বোচ্চ ৩০ বছর বয়সিরাই এক্ষেত্রে আবেদন করতে পেরেছিলেন। এক্ষেত্রেও যোগ্যতা চাওয়া হয়েছিল স্নাতক ডিগ্রি এবং কম্পিউটারে বিশেষ দক্ষতা। আগামী ৩রা অক্টোবর থেকে এই পরীক্ষা শুরু হবে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!