এখন পড়ছেন
হোম > জাতীয় > করোনা অতিমারীতে চিন্তা বাড়াচ্ছে দেশের ৬ রাজ্যে, বাঙালির ৪ জেলা – বিশেষ বৈঠকে কেন্দ্র!

করোনা অতিমারীতে চিন্তা বাড়াচ্ছে দেশের ৬ রাজ্যে, বাঙালির ৪ জেলা – বিশেষ বৈঠকে কেন্দ্র!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট:– বর্তমানে করোনা আবহে প্রতিদিনই দেশ নতুন করে করোনা আক্রান্তের রেকর্ড করছে। যতই ব্যবস্থা নেওয়া হোক না কেন, কোন ভাবেই করোনা সংক্রমণকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। তাই সেই নিয়ে চিন্তায় রয়েছে সরকার প্রশাসন। তবে সম্প্রতি সেই অতিমারি নিয়ে চিন্তা বাড়িয়েছে দেশের ছয় রাজ্যসহ পশ্চিমবঙ্গের চারটি জেলা। সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ এমন ছ’টি রাজ্যের সঙ্গে জরুরি বৈঠক করেছেন বলে জানা গেছে। সেই ভার্চুয়াল বৈঠকে কেন্দ্রীয় সচিবের সঙ্গে এই ৬টি রাজ্যগুলির জেলাশাসক, পুরসভার কমিশনার সহ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন বলেই জানা যায়।

তবে জানা গেছে, সেখানে রাজ্যের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায় করোনার সংক্রমণ যে বাড়ছে সেই কথাই জানিয়েছে কেন্দ্র। দেশে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের ৪টি জেলা সহ ৩৫টি জেলায় কোভিডের সংক্রমণ ও মৃত্যু হার বাড়ছে বলেই জানা গেছে স্বাস্থ্যমন্ত্রকের তরফে। সেখানে পশ্চিমবঙ্গের চারটি জেলা ছাড়া গুজরাতের সুরাত, মহারাষ্ট্রের পুনে, নাগপুর, থানে, মুম্বই, মুম্বই-শহরতলি, কোলাপুর, সাঙ্গলি, নাসিক, আমেদনগর, সাতারা, পালঘর, রায়গড়, জলগাঁও, শোলাপুর, আউরঙ্গাবাদ, ধুলে এবং নান্দেদ, ঝাড়খন্ডের পূর্ব সিংভূম, পুদুচেরির পুদুচেরি এবং দিল্লির ১১টি জেলা রয়েছে। এই সমস্ত জেলায় কিভাবে সংক্রমণ নিয়ন্ত্রণে আনা যাবে, তার জন্য রাজ্যকে কি কি সুবিধা দিতে হবে, সেই সমস্ত নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে যে যে বিষয়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে, সেগুলি হল-
১) প্রবীণ নাগরিক সহ যাদের জটিল অসুখ রয়েছে তাঁদের প্রতি বিশেষ নজর রাখতে হবে।
২) সংক্রামিত এলাকাগুলির কী অবস্থা, তা বিশেষ নজরে রাখতে হবে।
৩) সংক্রমিতদের নমুনা পরীক্ষার হার ক্রমশ বাড়ানোর চেষ্টা করতে হবে।
৪) এরসঙ্গে সংক্রমণের হার যাতে ৫ শতাংশের নীচে নামিয়ে আনা যায় সেদিকে সচেষ্ট হতে হবে।
৫) প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যের খোঁজ নেওয়ার পাশাপাশি আরটি-পিসিআর পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে।
৬) এছাড়া করোনা রোগীকে হাসপাতালে ভর্তির সময় তাঁর স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় রিপোর্ট রোগীর পরিবারকে সঙ্গে রাখতে হবে। ৭)হাসপাতালে সংক্রামিতের সংস্পর্শে আসা স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় বাড়তি নজর দেওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।

তবে সর্বশেষে বলা যায়, একটি জেলাও যদি সংক্রমনের আওতায় রয়ে যায় তবে সেক্ষেত্রে সেখান থেকেই চারপাশে সংক্রমণ ছড়িয়ে পড়ার ভয় থাকে। তাই অন্যান্য জেলাগুলির মত কেন্দ্রের কাছে বাংলার এই চার জেলা়ও করোনা সংক্রমনের জন্য বিশেষ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে ইতিমধ্যেই বাংলায় যে কেন্দ্রীয় দল পাঠানো হয়েছিল তারা বারবার রাজ্যের করোনা অবস্থান সম্পর্কিত রিপোর্ট দিয়েছেন। এবং মূলত এটা বলা যেতে পারে যে করোনাকে দূর করতে গেলে যে একত্রিত হয়েই লড়াই করতে হবে, সেই কথাই হয়তো বলতে চেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!