এখন পড়ছেন
হোম > জাতীয় > কিভাবে হল পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ড? NIA রিপোর্ট জমা পড়তেই ভয়ঙ্কর ‘ত্রিমূর্তি’ যোগে উড়ল ঘুম!

কিভাবে হল পুলওয়ামা বিস্ফোরণ কাণ্ড? NIA রিপোর্ট জমা পড়তেই ভয়ঙ্কর ‘ত্রিমূর্তি’ যোগে উড়ল ঘুম!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফেব্রুয়ারি 2019- ভারতীয় ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়। কাশ্মীরের পুলওয়ামায় আত্মঘাতী হামলার শিকার হন 40 জন সিআরপিএফ জওয়ান। সেনা জওয়ান ভর্তি গাড়িতে হামলা চালানো হয়। এই দায়ভার স্বীকার করে নেয় পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী জইশ-ঈ-মহম্মদ। ভারত থেকে পাকিস্তানকে এই হামলায় দায়ী করা হলেও পাকিস্তানের পক্ষ থেকে এই ঘটনার দায়ভার পুরোপুরি ঝেড়ে ফেলা হয়। এবং কোনো জঙ্গীগোষ্ঠীর সাথে যেকোনোরকম সম্পর্ক তাঁরা অস্বীকার করে।

ভারতীয় জওয়ানরাও পিছিয়ে যাওয়ার নয়। পুলওয়ামার ঠিক 100 দিনের মাথায় মূল পান্ডা সহ একাধিক জঙ্গিকে নিকেশ করে ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আর এবার দেড় বছর পর এনআইএর পক্ষ থেকে এই পুরো ব্যাপারটি নিয়ে চার্জশিট পেশ করা হল। উল্লেখযোগ্যভাবে এই চার্জশিটে উঠে এসেছে পুলওয়ামা কান্ডে জইশ-ঈ-মহম্মদ, তালিবান এবং আল-কায়েদার তীব্র যোগ। চার্জশিটে দেখা যাচ্ছে, পুলওয়ামার ঘটনা তদন্তে প্রকাশ পেয়েছে আফগানিস্তান থেকে হাক্কানী নেটওয়ার্ক পরিকল্পনা রচিত করেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি আফগানিস্তানে জইশ, তালিবান ও আলকায়দা একজোট হয়ে বহু এলাকায় হামলা চালিয়েছে বলে জানা যাচ্ছে। ঘটনা প্রসঙ্গে উঠে এসেছে কিভাবে জঙ্গি তৈরি হয়, তার বিশদ তথ্য। জানা গিয়েছে, জইশ ও লস্করের মত জঙ্গি শিবিরগুলি আফগানিস্থানে জঙ্গিদের পাঠায় প্রশিক্ষণের জন্য। সেখানে তাঁদের বিস্ফোরক বানানো থেকে আত্মঘাতী হামলার প্রশিক্ষণ হয় বলে জানা গেছে। আরও জানা গেছে, আফগনিস্তানের মুহম্মদ দারা, দুরবাবা, শেহরদার জেলায় জঙ্গীরা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছে। আর সেখানেই 800 লস্কর জঙ্গী এবং 200 জইশ জঙ্গি গা-ঢাকা দিয়ে রয়েছে।

পুলওয়ামার ঘটনায় খোঁজ মেলে উমর ফারুকের, যে মূল অভিযুক্ত। উমর ফারুকের সম্পর্কে জানা গেছে, সে আফগানিস্তানের হেলমন্দে জঙ্গী ক্যাম্পে দীর্ঘদিন ছিল। এই ক্যাম্পে প্রশিক্ষণ দেয় আল-কায়েদা এবং তালিবানি জঙ্গি গোষ্ঠী। আর এখান থেকেই পরিষ্কার হয়েছে পুলওয়ামা কান্ডে শুধুমাত্র জইশ-ই-মোহাম্মদ নয়, তার সাথে যোগ রয়েছে রীতিমতন তালিবান এবং আল-কায়েদা’রও। দীর্ঘ এই চার্জশিটে শুধুমাত্র অভিযোগই নেই, রয়েছে তথ্যপ্রমাণও। তবে এই পুলওয়ামা হামলা ঘিরে যেভাবে একের পর এক জঙ্গী চক্রান্ত সামনে আসছে, তা থেকে পরিষ্কার ভারতের ওপর যেকোনো মুহূর্তে জঙ্গিগোষ্ঠীগুলি আক্রমণ চালাতে পারে আবারও। আর তাই এবার কড়া সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!