এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “এতদিন কি পঞ্চায়েতগুলো ভূতে দেখছিল!” মমতাকে মোক্ষম জবাব শুভেন্দুর!

“এতদিন কি পঞ্চায়েতগুলো ভূতে দেখছিল!” মমতাকে মোক্ষম জবাব শুভেন্দুর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-পঞ্চায়েতকে কেন্দ্র করে কোচবিহার থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে এবার থেকে পঞ্চায়েতে তৃণমূল যে বেশি গুরুত্ব দিচ্ছে তা স্পষ্ট করেন মুখ্যমন্ত্রী। আর তৃণমূল নেত্রীর সেই বক্তব্য নিয়েই এবার কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, এতদিন নাকি উনি পঞ্চায়েত দেখেননি। তাহলে এতদিন পঞ্চায়েতগুলো কি ভূতে দেখছিল!

প্রসঙ্গত, এদিন একটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেখানেই কোচবিহারের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কটাক্ষ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, “কোচবিহারের সভা থেকে মুখ্যমন্ত্রী বলছেন, এতদিন নাকি উনি পঞ্চায়েতগুলো দেখেননি। এবার থেকে নাকি দেখা শুরু করবেন। তাহলে কি এতদিন পঞ্চায়েতগুলো ভূতে দেখছিল! 2008 সাল থেকে পঞ্চায়েতে জেতা শুরু হয়েছে। এখন উনি বলছেন, এতদিন নাকি পঞ্চায়েতগুলো ঠিকমতো দেখতে পারেননি!”

একাংশের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে চরম চাপে ফেলে দিলেন। অনেকে বলছেন, যেভাবে দুর্নীতির ঘটনায় চাপে পড়েছে তৃণমূল, তাতে পঞ্চায়েতে এতদিন সেভাবে নজর দেওয়া হয়নি বলে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে কার্যত নস্যাৎ করে দিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে তৃণমূলের অস্বস্তি কিছুটা হলেও বৃদ্ধি পেল বলেই মনে করছেন পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!