এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ২৫ তারিখ থেকেই ‘পরিবর্তনের পরিবর্তন’ করার প্রস্তুতি শুরু বঙ্গ বিজেপির?

২৫ তারিখ থেকেই ‘পরিবর্তনের পরিবর্তন’ করার প্রস্তুতি শুরু বঙ্গ বিজেপির?

তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েই রাজ্যে পরিবর্তনের পরিবর্তন করার ডাক দিয়েছিলেন। আর রাজ্যে হতে চলা তিন উপনির্বাচন থেকেই সেই প্রক্রিয়া শুরু করতে পূর্ণোদ্যমে ঝাঁপিয়ে পড়তে মরিয়া রাজ্য বিজেপি। রাজ্যের দুই বিধানসভা ও এক লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনের দিনক্ষন এখনও ঘোষনা হয়নি কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে, তুন বছরের শুরুতেই এই ভোট হতে পারে।
কিন্তু কলকাতার এক বাংলা ওয়েব পোর্টালের দাবী অনুযায়ী তার জন্য হওয়া তুলতে এখন থেকেই আসরে নামতে চলেছে বঙ্গ বিজেপি। ওই পোর্টালের দাবী, আগামী ২৫ শে নভেম্বর উলুবেড়িয়ার কুলগাছিতে বিশাল এক জনসভার আয়োজন করছে হাওড়া গ্রামীণ বিজেপি আর এই সভার প্রধান আকর্ষণ হিসাবে উপস্থিত থাকবেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া মুকুল রায়, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। এমনকি দিল্লির কয়েকজন কেন্দ্রীয় নেতাও উপস্থিত থাকতে পারেন বলে দাবী করা হয়েছে। যেহেতু উলুবেড়িয়া সেইভাবে বিজেপির ভোটব্যাঙ্ক কখনো ভর্তি করে নি তাই এখন দেখার কতখানি সাফল্যমণ্ডিত হয় বিজেপির এই ‘বিশাল’ জনসভা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!