মমতার ‘ইন্দিরা হয়ে’ ওঠা আটকে দিলেন মুকুল রায়? বিনোদন বিশেষ খবর রাজ্য November 20, 2017 বলিউড থেকে টলিউড, নারীকেন্দ্রিক বহু ছবি হচ্ছে আজকাল। কিন্তু চিত্রপরিচালক নেহাল দত্তের আগামী ছবি ‘বাঘিনী’ এক্ষেত্রে ‘বিশেষ’। কেননা ‘বাঘিনী’ হতে চলেছে বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী নির্ভর করে। ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে নাম ইন্দিরা বন্দ্যোপাধ্যায়, সূত্র মারফত জানা যাচ্ছে সিনেমাতে দেখা যাবে দক্ষিণ কলকাতার এক নিম্ন মধ্যবিত্ত পরিবারের অতি সাধারণ মেয়ে ইন্দিরা যিনি মা মৈত্রীদেবীর স্নেহ আর বাবা প্রমীলেশ্বর বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ও মানবিক ছায়ায় বেড়ে ওঠেন। আর তারপর দৃপ্তপায়ে কলেজ রাজনীতি থেকে রাজনীতির মূল স্রোতে ঢুকে পড়েন। ইন্দিরা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করছেন রুমা চক্রবর্তী। এক বহুল প্রচারিত বাংলা দৈনিকের দাবী অনুযায়ী (যদিও প্রিয়বন্ধু বাংলা এই দাবীর সত্যতা যাচাই করে দেখতে পারে নি) জানা যাচ্ছে ছবির কাজ প্রায় শেষ হয়ে গেলেও মুক্তির দিন পিছিয়ে যেতে চলেছে, আর তার কারণ হচ্ছেন মুকুল রায়! ছবিতে মুকুলবাবুর চরিত্রকে মাথায় রেখে একটি চরিত্র ছিল, জানা যাচ্ছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সেই চরিত্রের পুনর্নির্মাণ করতে হচ্ছে আর তাই দ্রুতলয়ে পরিবর্তিত কাজ শেষ করে ছবি মুক্তির দিনক্ষণ শীঘ্রই জানানো হবে। আপনার মতামত জানান -