এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল!

ভোটারদের বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃতীয় দফার নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু অশান্তির ঘটনায় ইতিমধ্যেই সামনে আসতে শুরু করেছে। যেখানে তৃণমূল প্রার্থীদের হেনস্থা থেকে শুরু করে তৃণমূল নেতাদের বাড়িতে ইভিএম রাখা বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হতে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকা। আর এবার উদয়নারায়ণপুরে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই শাসকদলের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় এখন রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকা জুড়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ বিভিন্ন  জেলার 31 টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তবে ভোটের আগের দিন রাত থেকে এলাকাবাসীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। যেখানে অনেক ভোটারকে ভোট দিতে যেতে বাধা দেওয়ার কথা বলা হয়েছে। স্বাভাবিক ভাবেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার এবং হুমকি দেওয়ার অভিযোগে সরগরম এলাকা। ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূল এবং বিজেপির মধ্যে তীব্র দড়ি টানাটানি শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির দাবি, মানুষকে ভয় দেখিয়ে হুমকি দিয়ে প্রভাবিত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। যদিও বা শাসকদলের পক্ষ থেকে সেই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে। তৃণমূলের দাবি, বিজেপি মিথ্যা অভিযোগ করছে। এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নানা অশান্তি ঘটনা সামনে আসতে শুরু করেছে।

এক্ষেত্রে কমিশন সর্বাত্মকভাবে চেষ্টা করছে, যাতে কোনো অশান্তির ঘটনা না ঘটে। কিন্তু তার মাঝেই বিজেপির পক্ষ থেকে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগে নিঃসন্দেহে শাসকদলকে ব্যাকফুটে ফেলে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!