এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > একশো দিনের কাজের টাকা নিয়ে মমতাকে জবাব, বোমা ফাটালেন শুভেন্দু!

একশো দিনের কাজের টাকা নিয়ে মমতাকে জবাব, বোমা ফাটালেন শুভেন্দু!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনের প্রচারে একশো দিনের কাজের টাকা আটকে রেখে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে বলে বিজেপির বিরুদ্ধে সোচ্চার হচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই কোচবিহারের সভা থেকেও সেই বিষয়ে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মুখ্যমন্ত্রীর সেই বক্তব্যকে কার্যত নস্যাৎ করে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার দাবি, আমরা টাকা আটকাইনি, চুরি আটকেছি।

প্রসঙ্গত, এদিন কোচবিহারের সভায় মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, দিল্লি রাজ্যের একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। আর সেই বিষয়েই নির্বাচনী প্রচার সভা থেকে পাল্টা মুখ্যমন্ত্রীকে জবাব দেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বলেন, “মুখ্যমন্ত্রী বলেছেন, দিল্লী নাকি একশো দিনের কাজের টাকা আটকে রেখেছে। আমি বলতে চাই, আমরা টাকা আটকাইনি, আমরা চুরি আটকেছি।”

বলা বাহুল্য, একশো দিনের কাজের টাকা নিয়ে বারবার কেন্দ্রকে কাঠগড়ায় দাড় করিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই একশো দিনের কাজের টাকা চুরি করছে শাসকদলের নেতারা। আর সেই কারণেই কেন্দ্রকে আবেদন করে হিসাব না দিলে যে টাকা দেওয়া উচিত নয়, সেই আর্জি জানিয়েছে তারা। আর এবার নির্বাচনী প্রচারে সেই একশো দিনের কাজের টাকা নিয়ে বিজেপিকে কটাক্ষ করতেই তার পাল্টা জবাব দিয়ে চুরি আটকানো হয়েছে বলে তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!