এখন পড়ছেন
হোম > রাজ্য > এবার বাঁকুড়াতে মুকুল রায়ের সভার আগেই চোখে পড়লো বিজেপির ‘গোষ্ঠী কোন্দল’

এবার বাঁকুড়াতে মুকুল রায়ের সভার আগেই চোখে পড়লো বিজেপির ‘গোষ্ঠী কোন্দল’

বিজেপিতে যোগ দিয়ে জন জাগরণ যাত্রা শুরু করেছে বিজেপি। আর বাকুড়াতে তাঁর প্রথম সভা মঙ্গলবার। বিজেপি নেতা হিসেবে মুকুল রায় কি বার্তা দেন সেই দিকেই তাকিয়ে বাঁকুড়ার রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ৷ এমনকি তাঁর পুরানো সাথীরাও সেই দিকেই তাকিয়ে। কিন্তু এই সফরের আগেই কাটার মতো গলায় বিঁধল বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। সোমবার দিলীপ ঘোষ বাঁকুড়ায় দলের এক সভায় যোগ দিয়েছেন জানা গেছে সেখানে কয়েকজন জেলা নেতা দিলীপবাবুর সাথে দেখা করে একটি দাবিপত্র তাঁর হাতে তুলে দিয়েছেন। জানা গেছে যে তাতে দলের জেলা সভাপতি বিবেকানন্দ পাত্র ও রাজ্য সহ সভাপতি বাঁকুড়ার সুভাষ সরকারের অপসারণের দাবি জানানো হয়েছে। সাংগঠনিক ব্যর্থতাকেই তার কারণ হিসাবে দেখানো হয়েছে। এবং সেই দাবিপত্রে বাঁকুড়া বিজেপির কয়েকজন শীর্ষ নেতার সই ও পদের উল্লেখ রয়েছে৷ দিলীপবাবু বাঁকুড়া সাংবাদিক বৈঠকে এই দাবিপত্রের কথা উল্লেখ করেন ও বলেন যে তিনি সব সমস্যার কথা শুনেছেন এবং আশ্বাস দিয়েছেন যে এই বিষয়ে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে৷ পাশাপাশি তিনি আগামী পঞ্চায়েত নির্বাচনে সবাইকে এক সাথে কাজ করার নির্দেশ দেন। এখন আগে কি হয় তার দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!