এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কেন্দ্রের ঘুম ওড়াতে এবার বিশেষ কমিটি তৈরী করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি!

কেন্দ্রের ঘুম ওড়াতে এবার বিশেষ কমিটি তৈরী করছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট সম্প্রতি কেন্দ্রের নতুন শিক্ষানীতি নিয়ে শুরু হয়েছে দেশজুড়ে সমালোচনা। বিভিন্ন রাজ্যের পরিপ্রেক্ষিতে নতুন শিক্ষানীতি কিভাবে কাজ করবে তা নিয়ে চলছে পর্যালোচনা। কিন্তু তার মধ্যেই এবার রাজ্য শিক্ষামন্ত্রী তথা পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৈরি বিশেষজ্ঞ কমিটি কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতি পর্যালোচনা করে রিপোর্ট পেশ করবেন বলে জানা গেছে। তবে কেন্দ্রীয় সরকারের শিক্ষানীতির সঙ্গে অবশ্যম্ভাবী রাজ্য সরকারের সংঘাত লাগছে এব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

এবার শিক্ষা নিয়ে মুখোমুখি যুদ্ধের আবহে দাঁড়াতে চলেছে কেন্দ্র এবং রাজ্য। অন্যদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় নতুন জাতীয় শিক্ষানীতি নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এদিন কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ করলেন, রাজ্যের আপত্তি উপেক্ষা করে কোনরকম আলোচনা না করে নতুন শিক্ষানীতি প্রকাশ করেছে কেন্দ্র যা কোনভাবেই সমর্থনযোগ্য নয়। অন্যদিকে জানা গেছে, শিক্ষামন্ত্রীর নতুন বিশেষজ্ঞ কমিটিতে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ পবিত্র সরকার, সব্যসাচী বসু রায়চৌধুরী, নৃসিংহপ্রসাদ ভাদুড়ী এবং রয়েছেন সিলেবাস কমিটির চেয়ারম্যান অভীক মজুমদার।

সূত্রের খবর, আগামী 15 ই আগস্ট এর মধ্যে নতুন শিক্ষানীতি পর্যালোচনা করে এই বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট পেশ করবেন। এবং সেই রিপোর্টের ওপর ভিত্তি করে এবার রাজ্য সরকার কেন্দ্রকে চিঠি পাঠিয়ে নতুন শিক্ষানীতি নিয়ে নিজেদের আপত্তির কথা জানাবেন বলে জানা গেছে। অন্যদিকে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তৈরি নতুন শিক্ষা নীতির বিরোধিতা শুরু করেছে তৃণমূল পরিচালিত অধ্যাপক সংগঠন ওয়েবকুপা। একই সাথে এসএফআইও শুরু করেছে প্রতিবাদ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এসএফআইয়ের দাবি, নতুন শিক্ষানীতি প্রণয়ন হলে রাজ্যের গরিব শিক্ষার্থীরা বঞ্চিত হবে। এখনো পর্যন্ত কেন্দ্রের শিক্ষানীতি নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি রাজ্য সরকার। তবে এবার শিক্ষামন্ত্রীর উদ্যোগে যেভাবে বিশেষজ্ঞ কমিটি গঠন করে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা হবে বলে ঠিক হয়েছে তা যথেষ্ট গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কেন্দ্রীয় শিক্ষানীতির সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, নতুন শিক্ষানীতিতে যদি সমস্ত কিছু পাল্টে দেওয়া হয় তাহলে তা প্রয়োগ করতে রাজ্যগুলির পরিকাঠামো উন্নয়নে ব্যাপক খরচ হবে।

শিক্ষামন্ত্রী প্রশ্ন তুলেছেন, সেক্ষেত্রে সেই খরচের ভার কেন্দ্র  বহন করবে তো? অন্যদিকে তামিলনাড়ু প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতি লাগু হবেনা বলে জানিয়ে দেওয়া হয়েছে। শিক্ষানীতি নিয়ে দ্বন্দ্বের মাঝখানে রাজ্যপালকেও তীব্র কটাক্ষ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রসঙ্গত কেন্দ্রীয় সরকারের নতুন শিক্ষানীতির মন খুলে প্রশংসা করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। আর তাই তাঁকে শিক্ষামন্ত্রীর ক্ষোভের মুখে পড়তে হলো বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় শিক্ষানীতি নিয়ে যেভাবে বিতর্ক সৃষ্টি হয়েছে তা থেকে বেরোতে গেলে প্রয়োজন আলোচনা। পুরো ব্যাপারটিকে ভালভাবে বোঝার প্রয়োজন আছে বলে মনে করছেন শিক্ষা মহলের একাংশ। আপাতত নতুন শিক্ষানীতি নিয়ে যেভাবে রাজ্য কেন্দ্র দ্বন্দ শুরু হয়েছে, তার রেশ বহুদিন পর্যন্ত থাকবে বলে মনে করা হচ্ছে। তবে তর্ক বিতর্কের মাঝে যাতে শিক্ষার্থীদের কোনো অসুবিধা না হয় সেদিকে নজর রাখার দাবী জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!