এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উত্তরবঙ্গ সফরে মুকুল রায়, কে কে আসছেন শাসকদল ছেড়ে?

উত্তরবঙ্গ সফরে মুকুল রায়, কে কে আসছেন শাসকদল ছেড়ে?


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েই রাজ্য জুড়ে বিজেপির সদস্য সংখ্যা ও সংগঠন বিস্তারের জন্য মুকুল রায় শুরু করেছেন জনজাগরন যাত্রা। আর সেই কর্মসূচি জঙ্গলমহলে শুরু করার পর এবার তিনি যাচ্ছেন উত্তরবঙ্গ সফরে, ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জল্পনা এবার শাসকশিবির ছেড়ে কে বা করা তাঁর হাত ধরে বিজেপিতে আসছেন। প্রসঙ্গত মুকুল রায় তৃণমূল কংগ্রেস ছাড়ার পরই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত শুভ্র রায়চৌধুরী, নরোত্তম রায়দের মত নেতারা জানিয়েছিলেন যে মুকুল রায়ের দেখানো পথেই তাঁরা এবার বিজেপিতে যাবেন। কিন্তু সে অর্থে কোনো বড়মাপের শাসক শিবিরের নেতা মুকুল রায়ের হাত ধরেননি।
গতকাল জলপাইগুড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের তরফে কয়েকজন সদস্যের তরফে জানা যাচ্ছে, মুকুল বাবুর উত্তরবঙ্গ সফর চলাকালীন তৃণমূল কংগ্রেস ছেড়ে একেবারে সদলবলে বিজেপিতে যোগ দিতে চলেছেন তৃণমূল আইনজীবী সেলের নেতা গৌতম পাল। গৌতমবাবু নিজে জানিয়েছেন, কৌশলগত কারণেই আমরা (তাঁর সঙ্গে কতজন যোগ দেবেন সেই) সংখ্যা জানাচ্ছি না, আসল সময়েই আমরা তা প্রকাশ করব। মুকুল বাবুর উত্তরবঙ্গ সফরে তাঁর সঙ্গী হতে চলেছেন শমীক ভট্টাচার্য ও রূপা গঙ্গোপাধ্যায়। আগামী ২৮ ডিসেম্বর শিলিগুড়িতে এবং ৩০ ডিসেম্বর জলপাইগুড়িতে যাবার কথা তাঁদের। কিন্তু এখনও পর্যন্ত আইনজীবী সেলের সদস্যরা ছাড়া অন্য কেউ শাসকদল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানা যায় নি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!