এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে একেবারে ব্যর্থ কৈলাস বিজয়বর্গীয়, দলের কার্য সমিতির বৈঠকে পড়তে পারেন অপ্রীতিকর পরিস্থিতির মুখে

প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব নিয়ে একেবারে ব্যর্থ কৈলাস বিজয়বর্গীয়, দলের কার্য সমিতির বৈঠকে পড়তে পারেন অপ্রীতিকর পরিস্থিতির মুখে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বিজেপির কার্য সমিতির বৈঠকে উপস্থিত থাকতে পারেন কৈলাস বিজয়বর্গীয়। গত ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের পর তাঁকে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক করে পাঠানো হয়েছিল। তাঁর সাংগঠনিক দক্ষতাকে গুরুত্ব দিয়েই তাঁকে এই দায়িত্ব দেয়া হয়েছিল। ২০১৯ সালের লোকসভা নির্বাচনের সময় এই দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন তিনি। কিন্তু ২০২১ এর বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই তাঁর বিরুদ্ধে রাজ্য নেতৃত্বের একাংশের ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। তাই আজকের বৈঠকে অপ্রীতিকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন কৈলাস বিজয়বর্গীয়।

কৈলাস বিজয়বর্গীয়র বিরুদ্ধে দলের একাংশের অভিযোগ, গত পঞ্চায়েত নির্বাচনে, গত লোকসভা নির্বাচনে যথেষ্ট ভাল ফল করেছিল রাজ্য বিজেপি। কিন্তু এরপরেও বিজেপির রাজ্য নেতাদের সম্পর্কে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে নেতিবাচক রিপোর্ট দিয়েছিলেন কৈলাস বিজয়বর্গীয়। আবার, বিধানসভা নির্বাচনের আগে অন্য থেকে আসা নেতাকর্মীদের নির্বিচারে বিজেপিতে যোগদান করানো হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়রই নেতৃত্বে, এমনই একাধিক অভিযোগ রয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আবার মুকুল রায়কে বিজেপিতে যোগদান করানোর পেছনেও কৈলাস বিজয়বর্গীয়র বড় ভূমিকা ছিল বলে দলের একাংশের মতামত। এরপর তৃণমূলে ফিরে গিয়েছেন মুকুল রায়। আর ভোটের ফল প্রকাশের পর থেকেই বেপাত্তা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর বিরুদ্ধে দলের একাংশের ক্ষোভ ক্রমশ বাড়ছে। কিছুদিন আগে কলকাতার বেশ কিছু স্থানে তাঁর বিরুদ্ধে পোস্টার দিতেও দেখা গেছে। যেখানে টিএমসির সেটিং মাস্টার, গো ব্যাক এরকম ধরনের কথা লেখা ছিল।

প্রসঙ্গত একটা সময়ে উত্তরপ্রদেশের মন্ত্রী সিদ্ধার্থ নাথ সিং পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির পর্যবেক্ষক ছিলেন। অন্য দল থেকে নেতাদের বিজেপিতে আনার ঘোর বিরোধী ছিলেন তিনি। কিন্তু, কৈলাস বিজয়বর্গীয় দায়িত্ব নেওয়ার পর এই পরিস্থিতি বদলাতে থাকে। নির্বিচারে শুরু হয় অন্য দল থেকে নেতাকর্মী ভাঙ্গিয়ে বিজেপিতে যোগদান। নির্বাচনের আগে যা আরও বেড়ে যায়। আর নির্বাচনের ফলপ্রকাশের পর থেকে উধাও কৈলাস বিজয়বর্গীয়। রাজ্য পর্যবেক্ষকের পদ তিনি হারাতে পারেন, এমন আশঙ্কাও রয়েছে। মুকুল রায় তৃণমূলে চলে যাবার পর কৈলাস বিজয়বর্গীয়র দলের কাছে মুখ দেখানোই কঠিন হয়ে পড়েছে। কারণ এর আগে মুকুল ঘনিষ্ঠতা নিয়ে তিনি কারোর কথা শোনেননি, জানালেন বিজেপির এক রাজ্য নেতা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!