এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সরকারের উপর চাপ বাড়াতে ৬ দফা দাবি নিয়ে ১৩ টি সরকারি কর্মচারী পরিষদ এক হল

সরকারের উপর চাপ বাড়াতে ৬ দফা দাবি নিয়ে ১৩ টি সরকারি কর্মচারী পরিষদ এক হল

ষষ্ঠ বেতন কমিশন ও বকেয়া ডিএর দাবিতে রাজ্য সরকারের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বিভিন্ন সরকারি কর্মচারী ইউনিয়ন। একদিকে যখন আদালতে রাজ্য সরকারের বিরুদ্ধে আইনিযুদ্ধ চলছে, অন্যদিকে তখন প্রকাশ্যে তীব্রতর হচ্ছে সরকারি কর্মচারীদের ক্ষোভ। আর সেই ক্ষোভকে আন্দোলনে পরিবর্তিত করতে চলছে একের পর এক পদক্ষেপ, যাতে করে বঞ্চনার ক্ষোভের আঁচ পৌঁছে দেওয়া যায় সরকারের কাছে। আগেই বিজেপি প্রভাবিত সরকারি কর্মচারী পরিষদের আহ্বায়ক দেবাশীষ শীল ঘোষণা করেছিলেন আগামী ১৬ ফেব্রুয়ারী বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও মুকুল রায়ের নেতৃত্ত্বে শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি নিতে চলেছেন তাঁরা। আর এবার রাজ্য সরকারি কর্মচারীদের ষষ্ঠ বেতন কমিশন ও বকেয়া ডিএ নিয়ে বিক্ষোভ তীব্রতর করতে ৬ দফা দাবি নিয়ে এক ছাতার তলায় এল ১৩ টি সরকারি কর্মচারী ইউনিয়ন।

আরও পড়ুন: ষষ্ঠ পে কমিশন নিয়ে সরকারি কর্মচারীদের বঞ্চনা রুখতে আসরে সরকারি কর্মচারী পরিষদ

গতকাল ভারতসভা হলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ীজ এসোসিয়েশন নবপর্যায়, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়ন, স্টিয়ারিং কমিটি সহ ১৩ টি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন একটি কনভেনশনে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের মূল উদ্যোক্তা নবপর্যায়ের অর্জুন সেনগুপ্তর সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করা হলে তিনি জানান, জানুয়ারী মাস থেকে ১৫% অতিরিক্ত ডিএ দেবার ঘোষণা করার সময় মুখ্যমন্ত্রী রাজ্য সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে যে ‘বিশেষ পশুর ডাকের’ তুলনা করেন তা যথেষ্ট অপমানকর। আর তাই তারপর থেকেই তিনি বিভিন্ন রাজ্য সরকারি কর্মচারী ইউনিয়নকে এক ছাতার তলায় এনে রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে বৃহত্তর আন্দোলনের উদ্দেশ্যে কাজ করে চলেছেন। গতকালের কনভেনশন থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থমন্ত্রী অমিত মিত্র ও বেতন কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের কাছে লিখিত ভাবে ৬ দফা দাবি পেশ করা হবে। যদি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে এই বিষয়ে আশানুরূপ কোনো জবাব না পাওয়া যায় তাহলে ফেব্রুয়ারী মাসের শেষের দিকে তাঁরা ওই ১৩ টি সংগঠন মিলে মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর দপ্তরের দিকে কোনো বৃহত্তর আন্দোলনে যাতে পারেন। অর্জুনবাবুর বক্তব্য অনুযায়ী তাঁদের ৬ দফা দাবি হল –

আরও পড়ুন: কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার আশা কি কার্যত শেষ? কি হল আজকের মামলার শুনানিতে?

আরও পড়ুন: ডিএ নিয়ে হাইকোর্টে বড়ধাক্কা রাজ্য সরকারের, আশায় বুক বাঁধছেন সরকারি কর্মীরা

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!