এখন পড়ছেন
হোম > জাতীয় > রাজ্যসভা নির্বাচনে অন্যের ঘর ভাঙতে আসরে নামলেন অমিত শাহ

রাজ্যসভা নির্বাচনে অন্যের ঘর ভাঙতে আসরে নামলেন অমিত শাহ

উত্তরপ্রদেশে উপনির্বাচনে হারের পর রাজ্যসভা নির্বাচনে রাজ্যের ১০ টি আসনের মধ্যে ৯ টি আসন জেতাই এখন বিজেপি তথা অমিত শাহের মূল লক্ষ। ১০ টির মধ্যে ৮ টি আসন বিজেপির প্রাপ্য এবং একটি করে সপা- বিএসপির। এর মধ্যে মায়াবতীর দশম আসনটি এখন অমিত শাহের পাখির চোখ। বিরোধী শিবিরকে ভাঙানোর জন্য অমিত শাহ বিজেপিতে টেনেছেন নরেশ অগ্রবাল ও তাঁর বিধায়ক পুত্রকে। জানা গেছে এদিন যোগী আদিত্যনাথ বিধায়কদের সাথে বৈঠকে বসেন।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

সেখানে উপস্থিত ছিলেন নরেশ পুত্র ছাড়াও বিক্ষুব্ধ শরিক ওমপ্রকাশ রাজভর। জানা গেছে অন্তত ৪ জন দ্বারা ক্রস ভোটিং এর দাবি জানিয়েছে বিজেপি নেতারা। মায়াবতীর প্রার্থী ভীমরাও আম্বেদকরকে হারিয়ে অনিল অগ্রবালের জিতই এখন আশা করছে বিজেপি। সূত্রের খবর অখিলেশ তাঁর দলের বিধায়কদের ডেকেছিলেন কিন্তু সেখানে অনুপস্থিত ছিলেন তাঁর কাকা শিব পাল সহ আরো ৬ জন। এই অনুপস্থিতি বিজেপিকে খানিকটা আস্থা দিয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। তবে অখিলেশের নৈশভোজের আয়োজনে এদিন শিবপাল উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!