এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “মমতা ব্যানার্জি বিশ্রাম করুন” হঠাৎ কেন এমন পরামর্শ দিলেন এই বিজেপি নেতা !

“মমতা ব্যানার্জি বিশ্রাম করুন” হঠাৎ কেন এমন পরামর্শ দিলেন এই বিজেপি নেতা !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বহু চেষ্টা করেও বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে কারও নাম চূড়ান্ত করতে পারছে না। আর এই পরিস্থিতিতে আগামীকাল আবারও শরদ পাওয়ারের ডাকে বৈঠক রয়েছে বিরোধীদের। আর সেই বৈঠকে যাচ্ছেন না মমতা বন্দ্যোপাধ্যায়। বরঞ্চ তার হয়ে প্রতিনিধিত্ব করতে সেই বৈঠকে উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত সেই বিষয়টিকে হাতিয়ার করেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্রাম করার পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “মমতা ব্যানার্জি দেখে নিয়েছেন, আর কিছু হওয়ার নেই। এখন উনি বিশ্রাম করুন। ত্রিপুরা হল না, গোয়া হল না, উত্তরপ্রদেশে গিয়ে দেখলেন, সুবিধা হল না। রাষ্ট্রপতি নির্বাচনে কিছু করার নেই। কেউ সঙ্গে থাকছে না। তাই খোকাবাবুকে পাঠাচ্ছেন।”

মূলত, রাষ্ট্রপতি নির্বাচনে শরদ পাওয়ার, ফারুক আব্দুল্লার নাম প্রস্তাব করেও লাভ হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর এই পরিস্থিতিতে আবারও রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে তিনি যে বিজেপি বিরোধী জোট তৈরি করার পরিকল্পনা করছেন, তা ভেস্তে যেতে পারে বলেই মনে করছেন একাংশ। সেদিক থেকে গোটা বিষয়টিকে হাতিয়ার করে পাল্টা তৃণমূলের উদ্দেশ্য কটাক্ষ ছুড়ে দিলেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!