এখন পড়ছেন
হোম > জাতীয় > কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে ‘শেষ সিদ্ধান্তে’ প্রায় সিলমোহর পরে গেল বামফ্রন্টে

কংগ্রেসের সঙ্গে জোট করা নিয়ে ‘শেষ সিদ্ধান্তে’ প্রায় সিলমোহর পরে গেল বামফ্রন্টে

কেরলের রাজ্য কমিটি , প্রকাশ কারাতের তৈরী ড্রাফট পলিটিক্যাল রেজলিউশন বা খসড়া রাজনৈতিক অঙ্গীকারপত্রকে আশানরূপ স্বীকৃতি দিলো । তিরুঅনন্তপুরমে নব নির্মিত রাজ্য কমিটির বৈঠকে প্রকাশ কারাতের ড্রাফটকেই পার্টি কংগ্রেসে সমর্থনের সিদ্ধান্ত হয়েছে। ব্যাখ্যা করলে যার মানে হয় আসন্ন নির্বাচনে কংগ্রেসের সাথে কোনো প্রকার জোট প্রস্তাবে কেরল সিপিএম অসম্মত। পশ্চিমবঙ্গে কিছু দিন আগে নতুন রাজ্য কমিটি তৈরী হলেও রাজ্য কমিটির প্রথম বৈঠক এখনও হয়নি। তবে আন্দাজ করা যায় পশ্চিমবঙ্গের সিপিএম যে প্রকাশের কারাতের তৈরি ড্রাফট পলিটিক্যাল রেজলিউশনের সংশোধনী চাইবে। এরমধ্যেই পার্টির সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি পশ্চিমবঙ্গে রাজ্য কমিটির বৈঠকে প্রকাশ কারাতের তৈরি ড্রাফট পলিটিক্যাল রেজলিউশনের উপর সংশোধনী আনার জন্য দলীয় কর্মীদের অনুরোধ করেছেন ।

আরো নতুন খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এরও আগে সীতারাম ইয়েচুরি পার্টির অভ্যন্তরে রাজ্য সম্মেলন চলাকালীন বলেছিলেন, “ত্রিপুরায় হারের পরিপ্রেক্ষিতে এই খসড়া অঙ্গীকারপত্র সংশোধনের খুবই প্রয়োজন রয়েছে। না হলে, আগামী দিনে বিজেপির মত ‘সাম্প্রদায়িক’ ও ‘ফ্যাসিবাদী’ শক্তিকে দেশের মাটিতে আটকানো যাবে না।” উল্লেখ্য গত জানুয়ারিতে কলকাতায় কেন্দ্রীয় কমিটির বৈঠকে সীতারাম ইয়েচুরি ও প্রকাশ কারাত পৃথক খসড়া অঙ্গীকারপত্র পেশ করেছিলেন। এই ঘটনা ভারতবর্ষে সিপিএমের ইতিহাসে প্রায় অর্ধ শতাব্দী পর। কিন্তু, ভোটাভুটিতে প্রকাশ কারাতের খসড়া অনুমোদিত হয়। নিয়ম অনুযায়ী, সারা দেশের প্রত্যেকটি রাজ্য সম্মেলনে অনুমোদিত খসড়া আলোচিত হবে। পার্টির সদস্যরা সেই খসড়ার বিপক্ষে সংশোধনী আনতে পারেন। খসড়াটি চূড়ান্ত হবে হায়দরাবাদে দলের সাধারণ সম্মেলনে বা পার্টি কংগ্রেসে। এদিকে প্রকাশ কারাতের অনুগামী কেরল, অন্ধ্র প্রদেশ ও তামিলনাড়ুর কমরেডরা কংগ্রেসের সাথে জোটের বিপক্ষে গেলেও পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খন্ডের কমরেডরা সীতারাম ইয়েচুরীর মত অনুসারে কংগ্রেসের সাথে জোটের পক্ষ নেয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!