এখন পড়ছেন
হোম > জাতীয় > ২০১৯ এ কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে আজ বড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী

২০১৯ এ কংগ্রেসের সঙ্গে জোটের প্রশ্নে আজ বড় সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী


সোমবার সন্ধেয় দিল্লীতে যাওয়ার পর থেকেই নানা কর্মকান্ডে অতিরিক্ত মাত্রায় ব্যস্ত হয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি সাংসদ ভবন গিয়েছিলেন। ঐদিন তিনি ১০ জনের ও বেশি বিরোধী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধীর শারীরিক অসুস্থ্য থাকার জন্যে ঐদিন সাংসদ ভবনে তাঁর সাথে সাক্ষাৎ করা সম্ভব হয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তবে জানা গেছে দুই দলের দুই প্রধান নেত্রীর মধ্যে এদিন এসএমএস এর মাধ্যমে খবর আদান প্রদান হয়। আজ বুধবার ও ঠাসা কর্মসূচীর মধ্যে থাকছেন মুখ্যমন্ত্রী। সন্ধেয় প্রাক্তন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সাথে ১০ নম্বর জনপথে বৈঠকের পরিকল্পনা রয়েছে। এছাড়াও এদিন বাজপেয়ী মন্ত্রিসভা দুই মন্ত্রী যশমন্ত সিনহা এবং অরুণ শৌরির সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক রয়েছে বিজেপির বিদ্রোহী সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গে। আজ সন্ধেয় আসন্ন বৈঠকে বিজেপি বিরোধী জোটের ভবিষ্যত কী হতে চলেছে সেটা স্পষ্ট না হলেও ২০১৯ এর লোকসভা নির্বাচন যে স্মরনীয় ঐতিহাসিক নির্বাচন হতে চলেছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!