এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে কি এবার আদালতে বিজেপি! কি বললেন সুকান্ত!

পঞ্চায়েত ভোট ঘোষণা নিয়ে কি এবার আদালতে বিজেপি! কি বললেন সুকান্ত!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার রাজ্যে এক দফায় পঞ্চায়েত নির্বাচনের কথা ঘোষণা করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, আগামী 15 জুনের মধ্যে মনোনয়নপত্র জমা করার প্রক্রিয়া শেষ করার কথাও বলে দেওয়া হয়েছে। আর এই পরিস্থিতিতে গোটা বিষয় নিয়ে আদালতে যাওয়ার ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। যাকে কেন্দ্র করে পঞ্চায়েত নির্বাচন নিয়ে আবার জটিলতা তৈরি হতে পারে বলেই মনে করছেন একাংশ।

 

প্রসঙ্গত, এদিন এই বিষয়ে সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, “দেখুন, এত অল্প সময়ের মধ্যে মনোনয়নপত্র জমা করা কোনো মতেই সম্ভব নয়। আমরা গোটা বিষয়টিতে নজর রাখছি। প্রয়োজনে আমরা আদালতের দ্বারস্থ হব।”

একাংশ বলছেন, নির্বাচন কমিশনের বক্তব্যে খুব একটা সন্তুষ্ট নয় গেরুয়া শিবির। তাদের দাবি, রাজ্য সরকারের কথামতোই সমস্ত কিছু ঘোষণা করছে নির্বাচন কমিশন। তবে এত অল্প সময়ের মধ্যে যেভাবে মনোনয়ন পত্র দাখিল করার কথা বলা হয়েছে, এবার তার বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা করছে ভারতীয় জনতা পার্টি। তবে শেষ পর্যন্ত গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!