এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই কি বললেন তৃণমূল সাংসদ! জেনে নিন!

পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হতেই কি বললেন তৃণমূল সাংসদ! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- অবশেষে রাজ্যে ঘোষণা হয়ে গিয়েছে পঞ্চায়েত নির্বাচন। এক দফায় আগামী মাসের 8 তারিখে এই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশন। আর তারপরেই নানা মহল থেকে আসতে শুরু করেছে প্রতিক্রিয়া। তবে তৃণমূল যে এই নির্বাচনের জন্য সবদিক থেকেই প্রস্তুত, এবার তা স্পষ্ট করলেন তৃণমূল সাংসদ শান্তনু সেন। তার দাবি, ভালো ছাত্ররা সারা বছর পড়াশোনা করে। তাই তাদের পরীক্ষা নিয়ে চিন্তা থাকে না।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে শান্তনু সেনকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল সাংসদ বলেন, “যারা ভাল ছাত্র, যারা সারা বছর পড়াশোনা করে, তাদের পরীক্ষার সময় কোনো চিন্তা থাকে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কর্মসূচিকে নিয়ে সারা বছর মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস। তাই সব সময় আমরা নির্বাচনের জন্য প্রস্তুত।”

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন সব সময় রাজ্য সরকারের কথামতোই চলে। আর বর্তমানে যিনি নির্বাচন কমিশনারের পদে বসেছেন, তিনি রাজ্য সরকারের তল্পিবাহকতা করছেন। তাই নিজেদের সুবিধামতো পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা করিয়ে তৃণমূল এখন এই সমস্ত কথা বললেও তার কোনো সারবত্তা নেই বলেই দাবি বিরোধীদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!