এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপির ‘একগুঁয়ে’ মনোভাবের জন্য সঙ্গ ছাড়ছে একের পর এক পুরোনো শরিক? চিন্তা বাড়ছে মোদী-শাহের?

বিজেপির ‘একগুঁয়ে’ মনোভাবের জন্য সঙ্গ ছাড়ছে একের পর এক পুরোনো শরিক? চিন্তা বাড়ছে মোদী-শাহের?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এনডিএ জোট ত্যাগ করে চলে যাচ্ছে বিজেপির একের পর এক পুরনো জোট সঙ্গী। বহুকাল আগে তেলেগু দেশম এনডিএ জোট ত্যাগ করেছে। এরপর গত ২০১৯ সালে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর শিবসেনা এই জোট ত্যাগ করেছে। সম্প্রতি কেন্দ্রীয় কৃষি বিলের বিরোধিতা করে এনডিএ ত্যাগ করল পাঞ্জাবের অকালি দল। এতজন জোট সঙ্গী এনডিএ ত্যাগ করার ঘটনাকে কটাক্ষ করে শিবসেনার দলীয় মুখপাত্র ‘সামনায়’ লেখা হলো, ” এনডিএ বলে কি আর কিছু আছে? থাকলে সেখানে বিজেপির শরিক কারা?”

শিবসেনা দলীয় মুখপাত্র ‘সামনায়’ এক বিশেষ প্রতিবেদনে উল্লেখ করা হলো, একসময় কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিজেপি নেতৃত্ব এনডিএ জোট গঠন করেছিল। বহু মতান্তর এলেও কিন্তু কখনই জোট ছাড়েনি শিবসেনা ও অকালি দল। কিন্তু বিজেপির একগুঁয়ে মনোভাবের কারণেই জোট ছাড়তে বাধ্য হল তারা।

বিজেপি জোটসঙ্গীদের উপযুক্ত মর্যাদা দেয় না এমন অভিযোগ স্বীকার করেছে শিবসেনা বিজেপির প্রতি। তাদের অভিযোগ তাদের সঙ্গে কোনো বিষয়ে আলাপ আলোচনা করত না বিজেপি। সিদ্ধান্ত নিতে একতরফা ভাবে। শিবসেনার পক্ষ থেকে তাদের দলীয় মুখপাত্র সামনায় অভিযোগ করা হয়েছে যে, জোট শরিকদের জোটে আটকাতে কোন চেষ্টা করে না বিজেপি। অন্যদিকে অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল অভিযোগ করেন যে, গত ছয় বছরে একবারও তাদের সঙ্গে বিজেপি কোন বৈঠক করেনি। এমনকি কোন বিষয়ে তাদের মতামত পর্যন্ত তারা জানতে চায়নি। গত শনিবার তারা এনডিএ জোট ছাড়লেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এভাবে জোটসঙ্গীরা এনডিএ জোট ছেড়ে চলে যাওয়ায় শিবসেনা মুখপাত্র সামনায় লেখা হলো, ” শিব সেনা ও অকালি, এই দুই শরিক ছাড়া এনডিএ-এর আর কী বেঁচে রইল? হিন্দুত্ব নিয়ে কী তাদের আর কিছু করার রয়েছে?” এ প্রসঙ্গে শিবসেনার পক্ষ থেকে আরও জানানো হলো, ” দেশে পৌরষত্বের প্রতিনিধিত্ব করে মহারাষ্ট্র ও পাঞ্জাব। অকালি দল ও শিবসেনা তাঁর প্রতীক। এখন অনেকেই বলছে রাম-রাম। কিন্তু, এরপর এনডিএ-তে কোনও রাম নেই। জোট দুটো সিংহ-কে হারিয়েছে।”

একে একে বিভিন্ন জোট সঙ্গীর এরূপ জোট ত্যাগে যথেষ্ট বেকায়দায় বিজেপি শিবির, এমনটাই একাধিক রাজনৈতিক বিশেষজ্ঞের মতামত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!