এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রাজনৈতিক সংঘাতে মৃতের ভুয়ো ছবি সামনে এনে কার্যত অস্বস্তিতে গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে

রাজনৈতিক সংঘাতে মৃতের ভুয়ো ছবি সামনে এনে কার্যত অস্বস্তিতে গেরুয়া শিবির, জল্পনা তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত কয়েক দিন ধরে রাজ্যজুড়ে চলছে ব্যাপক রাজনৈতিক হিংসা। ভোটে জেতার পর তৃণমূলের বিরুদ্ধেই এই রাজনৈতিক হিংসা চালানোর অভিযোগ গেরুয়া শিবিরের। কিন্তু ইতিমধ্যেই প্রমাণিত হয়েছে গেরুয়া শিবিরের পক্ষ থেকে বেশ কিছু খবর ছড়ানো হচ্ছে যেগুলি ভুয়ো। যেমন কয়েকদিন আগেই শীতলকুচিতে দুজন বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে বলে তীব্র প্রতিবাদ করে বিজেপি। ভোট-পরবর্তী হিংসায় এই মৃত্যু বলে অভিহিত করা হয়। আর অদ্ভুতভাবে বিজেপি মৃত্যু তালিকায় যে বিজেপি কর্মীর নাম তুলে দিয়েছিল, সেই কর্মী আসলে ইন্ডিয়া টুডে’র সাংবাদিক অভ্র বন্দ্যোপাধ্যায়ের। নিজের মৃত্যু সংবাদ শুনে তিনি নিজেও রীতিমতো স্তম্ভিত হয়ে যান বলে জানা গিয়েছে।

বিজেপি কর্মী মানিক মৈত্র বলে ইন্ডিয়া টুডে’র সাংবাদিক অভ্র বন্দ্যোপাধ্যায়কে বিজেপি পরিচিত করিয়েছে তাঁদের সংঘাত ভিডিওতে। সাংবাদিক অভ্র বন্দ্যোপাধ্যায় নিজেই এই বিড়ম্বনার কথা ফলাও করে জানিয়ে দিয়েছেন টুইটারে। প্রসঙ্গত, বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে বিজেপি। যেখানে বলা হয়, পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত হয়েছে বিজেপির প্রচুর নেতা সমর্থক। এবং তার মধ্যে নির্দিষ্ট করা হয় হিংসার বলি হয়েছেন শীতলকুচির দুজন। যারা হলেন মিন্টু বর্মন ও মানিক মৈত্র। এবং মানিক মৈত্রের ছবি হিসেবে ব্যবহার করা হয় অভ্র বন্দ্যোপাধ্যায়ের ছবি, যিনি সাংবাদিক ও দিল্লিতে থাকেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা পশ্চিমবঙ্গে থাকাকালীন সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে এই ভিডিওটি চালানো হয়েছিল। গোটা ঘটনাটিকে বলে অভিহিত করে তীব্র ভাষায় বিজেপির আইটি সেলকে আক্রমণ করেন ইন্ডিয়া টুডের সাংবাদিক অভ্র ব্যানার্জ্জী। স্পষ্ট ভাষায় তিনি আসল খবর তুলে ধরেন সবার সামনে এবং প্রত্যেককে অনুরোধ করেন ভুয়ো খবরে বিশ্বাস না করতে। খুব স্বাভাবিকভাবেই বিজেপির হিংসার শিকার হচ্ছে, এই অভিযোগের পরিবর্তে যেভাবে ভুয়া খবর সামনে এলো, তাতে তীব্র অস্বস্তিতে গেরুয়া শিবির। সাংবাদিক অভ্র মুখোপাধ্যায়ের অভিযোগ সামনে আসার পর পুরো ভিডিওটি মুছে দিতে বাধ্য হয়েছে বিজেপি।

এমনকি এখনও পর্যন্ত মানিক মৈত্রের ছবিও প্রকাশ করতে পারেনি গেরুয়া শিবির। ভোটের ফল প্রকাশ হতেই রাজ্যে ক্ষমতায় আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই ভোট-পরবর্তী হিংসায় মৃত্যু হয়েছে গেরুয়া শিবিরের কর্মীদের বলে অভিযোগ সামনে আসছে। কিন্তু অনেকক্ষেত্রেই জানা যাচ্ছে, আগের কোনো ঘটনার ভিডিওকে রাজ্যের বর্তমান পরিস্থিতির সঙ্গে যোগ করে চালিয়ে দেওয়া হচ্ছে। তবে এবার যে ঘটনাটি ঘটলো তা নিয়ে বিশেষজ্ঞদের মতে, আগামী দিনে গেরুয়া শিবিরের পক্ষ থেকে সত্যিই অভিযোগ উঠলেও তা নিয়ে মানুষের সন্দেহ থাকবে। তবে রাজনৈতিক হিংসায় একটা হোক বা দুটো মানুষের মৃত্যু কোনোভাবেই স্বীকার করে নেওয়া যায়না বলে দাবি করা হচ্ছে রাজ্যের সব মহল থেকে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!