এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “২৪-সালেই উপড়ে ফেলে দেব” ফের হুঙ্কার দিলেন শুভেন্দু! জেনে নিন!

“২৪-সালেই উপড়ে ফেলে দেব” ফের হুঙ্কার দিলেন শুভেন্দু! জেনে নিন!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বেশ কিছুদিন ধরেই 2024 সালে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে একসাথে হবে বলে দাবি করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, সেই সময় রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হবে বলেও জানিয়ে দিয়েছেন তিনি। আর এই পরিস্থিতিতে এবার রামনগরের সভা থেকে আরও একবার হুঙ্কার ছাড়লেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে 2024 সালেই উপরে ফেলা হবে বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন রামনগরের সভা থেকে তৃণমূলকে হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতা। যেখানে তিনি বলেন, “২৪ সালে একদম গেরু থেকে উপরে ফেলব। কিচ্ছু থাকবে না। ভোট একসঙ্গে হবে। কেউ জানতো না উদ্ধব ঠাকরে মুখ্যমন্ত্রী থাকবেন না। এরপর ঝাড়খন্ড যাবে। তারপরে বাংলা। তোলামুল কোম্পানি একেবারে বঙ্গোপসাগরে।” অর্থাৎ এই বক্তব্যের মধ্য দিয়ে দুই বছর পরেই যে তৃণমূলের বিদায় অবশ্যম্ভাবী, তা স্পষ্ট করলেন শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!