এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > স্বচ্ছ নেতার খোজে একের পর এক বাম নেতা- বিধায়কদের দোরে টিম পিকে? তৃণমূলে যোগ দিতে রাজি নন কেউ?

স্বচ্ছ নেতার খোজে একের পর এক বাম নেতা- বিধায়কদের দোরে টিম পিকে? তৃণমূলে যোগ দিতে রাজি নন কেউ?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃণমূলে কি এবার স্বচ্ছ নেতার অভাব পড়ল? আর তাই কি এবার বিরোধীদলের প্রাক্তন জনপ্রতিনিধি থেকে শুরু করে বর্তমান জনপ্রতিনিধিদের তৃণমূলের কাজ শুরু করে দিল প্রশান্ত কিশোরের টিম? গত 2011 সালে রাজ্যে পালাবদলের পর তৃণমূলকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। একের পর এক বিরোধী দল ভেঙে নেতাকর্মীরা যোগদান করতে শুরু করেছিলেন ঘাসফুল শিবিরে। অস্তিত্ব সংকট দেখা দিয়েছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর।

যতদিন গিয়েছে, ততই রাজ্যের উত্থান বেড়েছে শাসক শিবিরের। সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তবে এবার পরিস্থিতি অনেকটাই আলাদা। তৃণমূলের ঘাড়ে নিঃশ্বাস ফেলে ক্রমশ নিজেদের দাপট বাড়াচ্ছে ভারতীয় জনতা পার্টি। আর এমতাবস্থায় তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে এবার প্রশান্ত কিশোরের মাধ্যমে বিরোধী দলের ঘর ভাঙতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে রাজ্যের বিভিন্ন জেলায় সিপিএম হোক বা কংগ্রেস, প্রায় প্রতিটি বিরোধী রাজনৈতিক দলের বর্তমান থেকে প্রাক্তন জনপ্রতিনিধিদের কাছে প্রশান্ত কিশোরের টিমের তৃণমূলে আসবার জন্য আহ্বান জানানো হচ্ছে বলে খবর। তবে বেশিরভাগ ক্ষেত্রেই বিরোধীদলের সেই সমস্ত জনপ্রতিনিধিরা প্রশান্ত কিশোরের টিমের সেই প্রস্তাবকে নাকচ করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

কিন্তু হঠাৎ করে কেন প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে বিরোধী দলের ঘর ভাঙ্গার জন্য এত তৎপরতা অবলম্বন করা হচ্ছে? একাংশ বলছেন, তৃণমূলে বর্তমানে স্বচ্ছতার কিছুটা হলেও অভাব রয়েছে। তবে বিরোধীদের অনেক জনপ্রতিনিধি এখনও স্বচ্ছ মুখ হিসেবে পরিচিত। এলাকায় তাদের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই সেই সমস্ত ব্যক্তিদের নিজেদের দিকে নিয়ে এসে আগামী বিধানসভা নির্বাচনে বিভিন্ন এলাকায় সেই সমস্ত ব্যক্তি তাদের মুখ করে সাফল্য পেতে চাইছে তৃণমূল কংগ্রেস। আর তাই প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে বিরোধী দলের অনেককে টার্গেট করা হয়েছে। কিন্তু এতে কি আদৌ বিরোধীদলের সেই সমস্ত নেতা থেকে জনপ্রতিনিধিরা রাজি?

তারা কি প্রশান্ত কিশোরের টিমের প্রস্তাবে তৃণমূলে আসবেন? জানা গেছে, সিপিএমের প্রাক্তন বিধায়ক লক্ষ্মীকান্ত রায়, মহেন্দ্র রায় থেকে শুরু করে বনমালী রায়, দেবেশ দাসের পর কৃষ্ণনগরের সুবিনয় ঘোষ, আউশগ্রামের বাসুদেব মেটে এবং চাকুলিয়ার আলি ইমরান রামজের কাছে প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে প্রস্তাব দিয়েছে। প্রায় প্রত্যেকের কাছেই তৃণমূলের আসার প্রস্তাব দেওয়ার পাশাপাশি অনেকের কাছে আগামী বিধানসভা নির্বাচনের টিকিট দেওয়ার ব্যাপারেও বলা হয়েছে বলে খবর। একধাপ উপরে উঠে চাকুলিয়ার বিধায়ককে তৃণমূলে যোগ দিলে মন্ত্রিত্বের প্রস্তাবও দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এখানেই একাংশের প্রশ্ন, কেন হঠাৎ বিরোধীদলকে এত বেশি করে টার্গেট করতে উদ্যত হল প্রশান্ত কিশোরের টিম? বামেদের বক্তব্য, রাজ্যে তৃণমূল সরকার বাঁচাতে মরিয়া প্রশান্ত কিশোর। আর তাই বেছে বেছে বিরোধী দলের জনপ্রতিনিধিদের টার্গেট করে নিজেদের স্বচ্ছতা আনতে চাইছে তারা। এতে এক কথায় প্রমাণিত যে, তৃণমূলে স্বচ্ছ মুখের যথেষ্ট অভাব রয়েছে। তবে আশ্চর্যের বিষয়, প্রশান্ত কিশোরের টিমের তরফ থেকে মন্ত্রিত্বের প্রস্তাব সহ বিধায়ক করার প্রস্তাব বিরোধী দলের জনপ্রতিনিধিদের দেওয়া হলেও, বেশিরভাগ ক্ষেত্রেই সেই সমস্ত জনপ্রতিনিধিরা সেই প্রস্তাব নাকচ করতে শুরু করেছেন। ফলে প্রস্তাব দিয়েও প্রশান্ত কিশোরের টিমকে হতাশ হয়ে ফিরে আসতে হচ্ছে। তবে তৃণমূল অবশ্য এই দাবি মানতে নারাজ।

এদিন এই প্রসঙ্গে এক তৃণমূল নেতা বলেন, “বামেরা এসব প্রচার করে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে কিনা জানি না। আমাদের অন্তত এমন কিছু জানা নেই।” বিশেষজ্ঞদের মতে, তৃণমূল নিজেদের প্রেস্টিজ রাখতে এখন এই কথা বললেও বলতে পারে। তবে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় বিরোধীদলের জনপ্রতিনিধিরা এক বাক্যে প্রশান্ত কিশোরের টিমের বিরুদ্ধে দল ভাঙ্গানোর যে অভিযোগ করছেন, তা সম্পূর্ণরূপে যে মিথ্যা, তা বিশ্বাস করতে রাজি নন অনেকেই। একাংশের মতে, বিরোধীদলের যে সমস্ত জনপ্রতিনিধিদের কাছে প্রশান্ত কিশোরের টিমের তরফে এই প্রস্তাব যাচ্ছে, তারা তা খারিজ করে দিচ্ছেন‌‌। আর তাতে কিছুটা হলেও অস্বস্তি বাড়ছে তৃণমূল কংগ্রেসের‌। তাই সেই ব্যাপারটিকে আড়ালে রাখতেই এখন তৃণমূলের পক্ষ থেকে “এই রকম কোনো বিষয়ে ঘটেনি” বলে জানানো হচ্ছে। তবে গোটা বিষয়টি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!