এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপি শাসিত রাজ্যেই সামনে এল লক্ষ লক্ষ টাকার পশুখাদ্য কেলেঙ্কারি

বিজেপি শাসিত রাজ্যেই সামনে এল লক্ষ লক্ষ টাকার পশুখাদ্য কেলেঙ্কারি

এমনিতেই একের পর এক উপনির্বাচনে হেরে রাতের ঘুম উড়ছে গেরুয়া শিবিরে। তার উপর তাদের দুশ্চিন্তা বাড়িয়ে আবার সামনে এল পশু খাদ্য কেলেঙ্কারি। সারা দেশে ব্যাপকভাবে সারা ফেলা একদা পশুখাদ্য কেলেঙ্কারী মামলার পর এবার সংবাদ শিরোনামে এলো ছত্তিসগড় চারা ঘোটালা । দীর্ঘদিন ধরে বনবিভাগের পক্ষ থেকে সার, পশু খাদ্য ও বিভিন্ন সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য পরিবহন ভাড়া হিসেবে কয়েক লক্ষ টাকা পাস করার অভিযোগে গত শনিবার রাজ্যের চার আধিকারিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এক সংবাদপত্রের প্রকাশিত খবর অনুসারে এই বিষয়ে সন্দেহ হওয়ার পরেই কয়েকজন অভিযোগ দায়ের করেন। এরপরই তদন্ত শুরু হলে জানা যায় যেসব গাড়ি করে এই সার, পশু খাদ্য এবং অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়া হয় বলে জানান হয় সেগুলি আসলে মোটরবাইক ও ব্যক্তিগত গাড়ির নম্বর। কোনও বড় ট্রাক বা লরি নয়। অভিযুক্ত যে ৮ জন আধিকারিক কে গ্রেফতার করা এরা সকলেই ছত্তিসগড়ের বলোদাবাজার বন বিভাগে কর্মরত। এঁদের বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে। প্রসঙ্গত এই পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলে আছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রাসাদ যাদব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!