এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > রাজনীতি থেকে বিদায়বার্তা দিয়েও কেন বারবার পোস্ট এডিট করেছেন বাবুল সুপ্রিয়? জেনে নিন কারণ

রাজনীতি থেকে বিদায়বার্তা দিয়েও কেন বারবার পোস্ট এডিট করেছেন বাবুল সুপ্রিয়? জেনে নিন কারণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ধূমকেতুর মতো রাজনীতিতে আগমন আর ধূমকেতুর মতো রাজনৈতিক মঞ্চ থেকে বিদায় বার্তা বাবুল সুপ্রিয়র। মন্ত্রীত্ব চলে যাবার পর রাজনীতি থেকে একটু একটু করে উৎসাহ হারিয়ে ফেলতে শুরু করেন বাবুল সুপ্রিয়। এরপর গতকাল রাজনীতি থেকে একেবারে বিদায়ের বার্তা দেন তিনি। তবে, গতকাল ফেসবুকে একাধিকবার পোস্ট এডিট করতে দেখা গেছে বাবুল সুপ্রিয়কে। যা থেকে শুরু হয়েছে নানা বিতর্ক ও জল্পনা। পরবর্তীতে এর কারণ জানিয়েছেন তিনি।

গতকাল সন্ধে বেলায় দল ও রাজনীতি ছেড়ে দেবার ঘোষণা করতেই তাঁর পদক্ষেপে ঘিরে শুরু হয় তীব্র জল্পনা। এরপর বেশ কিছু লাইন মুছে দিতেও দেখা যায় তাঁকে। যেখানে তিনি জানান, তৃণমূল, কংগ্রেস বা সিপিএম কোথাও তিনি যাচ্ছেন না। কিন্তু জল্পনা বাড়িয়ে এই লাইন পরপর দুবার এডিট করতে দেখা যায় তাঁকে। অন্য কোন দলে তিনি যাচ্ছেন না কথাটি, মুছে ফেলতেও দেখা যায় তাঁকে। এরপরই তাঁর দলবদলের তীব্র জল্পনা শুরু হয়। কারণ ইতিমধ্যেই তাঁর মন্ত্রীত্ব চলে যাওয়ার পর তাঁর প্রতি সমবেদনা জানাতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই তাঁর তৃণমূলে যোগদান করার জল্পনা ছড়াতে থাকে। আবার এমনও শোনা যায় যে, কিছুদিন ধরে মুকুল রায়ের সঙ্গে যোগাযোগ করছেন বাবুল সুপ্রিয়। তাই তাঁর কথা মতো তিনি তৃণমূলে যোগদান করবেন কিনা? সে জল্পনা বাড়তে থাকে। আবার, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রতিক্রিয়ার পর তিনি বার্তা দিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সাংসদ পদ থেকে তিনি ইস্তফা দিচ্ছেন। এক মাসের মধ্যে তিনি সাংসদের জন্য থাকা বাসভবন ছেড়ে দেবেন। এরপর তাঁকে নিয়ে জল্পনা আরও বাড়তে থাকে।

তবে, গতকাল রাতে সমস্ত জল্পনার অবসান ঘটিয়েছেন তিনি। গতকাল রাতে তিনি জানিয়ে দেন যে, তিনি কোন দলে যোগদান করছেন না। সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এই লাইনটা জুড়তে গিয়ে মূল লেখা থেকে কিছু গুরুত্বপূর্ণ লাইন মুছে গিয়েছিল। যা থেকে বিভ্রান্তি ছড়িয়ে ছিল। তাই আলাদা করে আবার জুড়ে দিলেন তিনি। তিনি জানালেন, তিনি স্পষ্ট করে দিতে চান যে, কোন রাজনৈতিক দলে যোগদান করছেন না তিনি।

এদিকে, গতকাল রাতে বাবুল সুপ্রিয়কে দলে ধরে রাখতে তাঁকে ফোন করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। দলের প্রতি ক্ষোভ, অভিমান দূর করে তাঁকে দলে থাকার আর্জি জানিয়েছেন তিনি। বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে, তাঁকে ফোন করে দলে থাকার অনুরোধ করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!