এখন পড়ছেন
হোম > অন্যান্য > ম্যানচেস্টার ইউনাইটেড এর রেকর্ড থেকে ভারতীয় ক্রিকেটারের অবসর। খেলার জগতের বাছাই করা আজকের ৫টি খবর

ম্যানচেস্টার ইউনাইটেড এর রেকর্ড থেকে ভারতীয় ক্রিকেটারের অবসর। খেলার জগতের বাছাই করা আজকের ৫টি খবর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –

ক্রিকেট থেকে ফুটবল, মাঠ এবং মাঠের বাইরে ক্রীড়া জগতের বাছাই করা ৫ টি খবর। আসুন দেখেনি এক নজরে,

(১) ক্রিকেট অস্ট্রেলিয়া বাতিল করেছে তাদের দক্ষিণ আফ্রিকার সফর। দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড এর ডিরেক্টর স্মিথ, এব্যাপারে জানিয়েছে যে তারা অত্যন্ত হতাশ। শেষ মুহূর্তে ক্রিকেট অস্ট্রেলিয়া সফর বাতিল করা তাদের কাছে খুবই হতাশাজনক। তবে এই ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া এর তরফে জানানো হয়েছে, ৩ ম্যাচ সিরিজ যা দক্ষিণ আফ্রিকায় হওয়ার কথা ছিল সেটা বাতিল হওয়ার পর, ক্রিকেট অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকাকে অস্ট্রেলিয়াতেই ওই টেস্ট সিরিজ খেলার আবেদন জানালেও দক্ষিণ আফ্রিকা তাতে সম্মতি জানায়নি।

(২) প্রিমিয়ার লিগের ম্যাচে রেকর্ড গড়লো ম্যানচেস্টার ইউনাইটেড। সাউথ হাম্পটনকে ৯ – ০ গোলে হারিয়ে মঙ্গলবার, সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড পৌঁছল ম্যানচেস্টার ইউনাইটেড। এর আগে চেলসি, ২০১২ এর ডিসেম্বরে এই রেকর্ড করে, মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড দ্বিতীয় দল যারা রেকর্ডকে স্পর্শ করল। ম্যানচেস্টার ইউনাইটেড এর গোলের মধ্যে রয়েছে, একটি সেম সাইড গোলও।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

(৩) টোকিও অলিম্পিক অনুষ্ঠিত হতে চলেছে কোভিড – ১৯ পরিস্থিতি নির্বিশেষে, এমনটাই জানিয়েছেন টোকিও অলিম্পিক অর্গানাইজিং কমিটির প্রেসিডেন্ট ইয়শিরও মরি। ২০২০ এর টোকিও অলিম্পিক এক বছর পিছিয়ে যায় বিশ্ব জুড়ে ভয়াবহ কোভিড পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। এই বছরের ২৩শে জুলাই থেকে ৮ই আগস্ট, অলিম্পিক গেমস অনুষ্ঠিত হওয়ার কথা।

(৪) ৩৬ বছর বয়সী, অশোক দিন্দা অবসর ঘোষণা করল সমস্ত ধারার ক্রিকেট থেকে। ১৫ বছরের ক্রিকেট জীবনের অবসান ঘোষণা করলো অশোক দিন্দা। ২০০৫ এ ঘরোয়া ক্রিকেট দিয়ে, ক্রিকেট জীবন শুরু দিন্দা এর। দিন্দা ভারতের হয়ে, ১৩ টি একদিনের ম্যাচ, এবং ৯ টি বিস ওভারের ম্যাচ খেলেছে। অবসর ঘোষণা করার পর, আবেগঘন টুইট করে দিন্দা CAB থেকে BCCI সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

(৫) রাজস্থান রয়্যালস ক্রিকেটার জয়দেব উনদকাট গাঁটছড়া বাঁধলেন। টুইটার এ ছবি পোস্ট করে এমনটাই জানিয়েছে উনদকাট। উনদকাট বিয়ে করলেন রিনি কন্টারিয়াকে। রিনি কন্টারিয়া পেশায় একজন উকিল বলে জানা গেছে। কার্যত কিছুটা গোপনীয়তা বজায় রেখেই বিয়ে সারলেন উনদকাট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!