এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার 294 আসনে প্রার্থী বাছাইয়ে “৪ স্টেপ ফিল্টার” ব্যবহার করে চমক লাগাতে চলেছে বিজেপি

বিধানসভার 294 আসনে প্রার্থী বাছাইয়ে “৪ স্টেপ ফিল্টার” ব্যবহার করে চমক লাগাতে চলেছে বিজেপি


সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি আঠারোটা আসন জয়লাভ দেখে অনেকেরই চোখ কপালে উঠে গিয়েছিল। কেননা নির্বাচনের আগে বিজেপির তরফে রাজ্যের 42 টি লোকসভা কেন্দ্রে যে প্রার্থী ঘোষণা করা হয়েছিল, তা দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ দাবি করেছিলেন, এই প্রার্থী দিয়ে বিজেপি কখনও জয়লাভ করতে পারবে না। কিন্তু সেই সময়কার সমস্ত দাবির উপরে উঠে বিজেপি প্রার্থীদের দিয়ে জয়লাভ করিয়ে নিজেদের টার্গেটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

18 টি আসন দখল করে তৃণমূলকে তারা বার্তা দিয়ে দিয়েছিল, লোকসভা তাদের কাছে সেমিফাইনাল। কিন্তু ফাইনাল ম্যাচ আগামী 2021 সালের বিধানসভা নির্বাচন। আর নিজেদের কথা মতই তৃণমূলের ঘুম ওড়াতে বিধানসভা নির্বাচনের এখনও প্রায় দু বছরের মতো সময় দেরি থাকলেও এখন থেকেই গোপন সমীক্ষা চালিয়ে কোন কোন বিধানসভা কেন্দ্রে কাকে প্রার্থী করা যায়, তা নিয়ে বিজেপি তাদের কাজ শুরু করে দিল।

সূত্রের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, বিস্তারক এবং একটি বেসরকারি সংস্থাকে দিয়ে চারটি পৃথক পৃথক সমীক্ষা করিয়ে রাজ্যের 294 টি বিধানসভা কেন্দ্রে কাকে কাকে প্রার্থী করলে দল জয়লাভ করতে পারে, সেই ব্যাপারে সমীক্ষা চালানোর কাজ শুরু করেছে গেরুয়া শিবির।

জানা গেছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ যেহেতু এবার বাড়তি নজর দিয়েছেন বাংলায়, সেহেতু তিনিও আশাবাদী বাংলার বিধানসভা নির্বাচন নিয়ে। ইতিমধ্যে তার নির্দেশেও একটি টিম পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় সমীক্ষা চালাচ্ছে বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু বিজেপি গোপন সমীক্ষা চালিয়ে রাজ্যের 294 টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী খোঁজার চেষ্টা করলেও যদি সে ক্ষেত্রে তৃণমূলের বিরুদ্ধে লড়ার মত মুখ তারা না পায়, তাহলে তাদের জয় কি সম্ভব হবে! এদিন এই প্রসঙ্গে বিজেপির এক নেতা বলেন, “2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের লড়েননি। দল জিতে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুর থেকে জিতেছিলেন। কিন্তু তৃণমূলের মত বিজেপির প্রধান মুখ ময়দান ছেড়ে যাবেন না। দিলীপ ঘোষ নিজে লড়বেন। লোকসভা ভোটে বিজেপির প্রার্থী তালিকা দেখে অনেকে হাসলেও ভোটের ফল বেরোনোর পর তাদের আর দেখা যায়নি। তাই যারা ভাবছেন, বিজেপি বিধানসভা নির্বাচনে প্রার্থী দিতে পারবে না, তারা ভুল ভাবছেন। এখন থেকেই আমরা সম্ভাব্য প্রার্থীদের নাম নিয়ে আলোচনা শুরু করে দিয়েছি।”

সব মিলিয়ে চারভাগে বিভক্ত হয়ে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে রাজ্যের 294 টি কেন্দ্রে চারটি টিমকে কাজে লাগিয়ে জনপ্রিয় মুখ খুজে প্রার্থী করার কাজ শুরু করে দিল গেরুয়া শিবির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!