এখন পড়ছেন
হোম > জাতীয় > “মমতাদি মাকে সম্মান দেয় না, মাটিকে ভালবাসে না।” – তারাপীঠে বিস্ফোরক মেজাজে জে পি নাড্ডা

“মমতাদি মাকে সম্মান দেয় না, মাটিকে ভালবাসে না।” – তারাপীঠে বিস্ফোরক মেজাজে জে পি নাড্ডা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ বীরভূম ও ঝাড়গ্রাম থেকে বিজেপির রথ যাত্রার সূচনা করতে রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা। আজ তারাপীঠ মন্দিরে গিয়ে পুজো দিলেন জেপি নাড্ডা। তাঁর সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় প্রমুখরাও পুজো দিলেন মায়ের। পুজো দেওয়ার পর তারাপীঠের চিলার মাঠে জনসভায় বক্তব্য রাখলেন জেপি নাড্ডা। সেখান থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন তিনি।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জগত প্রকাশ নাড্ডা জানালেন যে, পশ্চিমবঙ্গে প্রশাসনের রাজনীতিকরণ হয়ে গেছে। পশ্চিমবঙ্গে এখন বাকস্বাধীনতা নেই। আয়ুষ্মান ভারত প্রকল্প থেকে বঞ্চিত করা হয়েছে রাজ্যের মানুষকে। বিজেপি ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে। বাংলার কৃষকেরা কৃষক সম্মান নিধি প্রকল্প থেকে বঞ্চিত। মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি জানালেন যে, মুখ্যমন্ত্রী নিজে কিছু করেন না, সমস্ত কিছু নকল করেন তিনি।

তিনি জানালেন, প্রধানমন্ত্রীর সমস্ত প্রকল্পের নাম বদলে দিয়ে তা রাজ্যের প্রকল্প বলে চালান মুখ্যমন্ত্রী। তিনি জানালেন প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বদলে বাংলা আবাস যোজনা করা হয়েছে। সড়ক যোজনারও নাম বদল করা হয়েছে। কিন্তু এভাবে নাম বদলে দিয়ে মানুষের মন থেকে প্রধানমন্ত্রীকে মোছা যাবে না বলে জানালেন তিনি। তিনি প্রশ্ন করেছেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন এতটা ভয় পাচ্ছেন?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন মানুষ পাচার সবচেয়ে বেশি হয়ে থাকে পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে অপরাধ সবচেয়ে বেশি হয়ে থাকে। রাজীব বন্দ্যোপাধ্যায়, মুকুল রায় প্রমুখরা সমাজের সেবা করতে চেয়ে ছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটির চিন্তা নেই, মানুষেরও চিন্তা নেই। এই হল মুখ্যমন্ত্রীর (পিসির) অবস্থা। তিনি অভিযোগ করলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায় মাকে সম্মান দেন না, মাটিকেও তিনি ভালোবাসেন না।

বিজেপির সর্বভারতীয় সভাপতি জানালেন যে, বাংলার সংস্কৃতিতে পরিবর্তন যাত্রার দ্বিতীয় পর্যায়ের সূচনা হলো। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাংলার সংস্কৃতি বিপদের মুখে পড়েছে। বাংলায় বহিরাগতর তকমা দেয়া হচ্ছে। ভাইয়ে-ভাইয়ে লড়াই বাধিয়ে দেওয়া হচ্ছে। এই বাংলার পরিবর্তন করে আসল বাংলা আনতে হবে বলে জানালেন তিনি। তিনি জানালেন যে, তাঁর নামের সঙ্গে এক বিশেষন যোগ করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, এটা কি কখনো বাংলার সংস্কৃতি হতে পারে?

জে পি নাড্ডা জানালেন যে, তোলাবাজি, দুর্নীতি, কাটমানি নিয়ে রাজনীতি করে থাকে তৃণমূল। একাধিক প্রকল্প নকল করছে বাংলার সরকার। তিনি অভিযোগ করলেন যে, বিজেপির ১৩০ জন কর্মীকে হত্যা করা হয়েছে। তাঁরা শহীদদের তর্পণ করেছেন। তিনি প্রশ্ন করেছেন যে, এটা কোন বাংলা? তিনি অভিযোগ করেছেন বাকস্বাধীনতা পর্যন্ত বাংলায় নেই। রোজ গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। ঘরোয়া হিংসার ঘটনা ক্রমাগত বাড়ছে। ধর্ষণের ঘটনা, নারী পাচারের ঘটনায় বাংলা এখন শীর্ষ স্থানে চলে গেছে। তিনি অভিযোগ করেছেন, আইন ব্যবস্থা বলে কিছুই নেই এই বাংলায়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!