এখন পড়ছেন
হোম > রাজ্য > কবে বের হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, বড়সড় ঘোষণা শিক্ষমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের

কবে বের হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট, বড়সড় ঘোষণা শিক্ষমন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায়ের


উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হবার আগেই রেজাল্টের কথা জানালেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এদিন জানান যে, আগামী ৬ জুলাইয়ের মধ্যে পরীক্ষা শেষ করতে পারলে এক মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট বের করার চেষ্টা করছে রাজ্য সরকার এক মাসের মধ্যেই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করা হবে।

এদিন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান যে, “সব ঠিক থাকলে আগাস্টেই প্রকাশ করা হবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। ” প্রসঙ্গত, করোনা সংক্রামণের ফলে মাঝপথে বন্ধ হয়ে যায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। যদিও জানানো হয়েছে যা আগামী ২৯ জুলাই, ২ জুলাই এবং ৬ জুলাই বাকি তিন পরীক্ষা নেওয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা পরিস্থিতিতে পরীক্ষার হলে বিধি মেনে পরীক্ষার্থীদের আসাটা বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার্থীদের মাস্ক বং স্যানিটাইজার সঙ্গে রাখা বাধ্যতামূলক বলে জানানো হয়েছ। এছাড়া দূরত্ব বজায় রাখতে এক একটি বেঞ্চে এক জন করে পরীক্ষার্থীকে বসানোর আদেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফ থেকে। উচ্চমাধ্যমিক এর রেজাল্ট নিয়ে শিক্ষামন্ত্রী কথা বললে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তেমন কিছু বলেন নি।

যদিও কোরোনার থাবা পড়ার আগেই ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষার আগেই মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তাই সেই হিসাবে প্রত্যেক বছরের মতো মাধ্যমিক পরীক্ষার ফল আগে প্রকাশ করা উচিত। কিন্তু সে নিয়ে কোনো কথা এদিন বলেননি শিক্ষামন্ত্রী।শুধুমাত্র তিনি জানিয়েছেন মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের প্রস্তুতি পুরোদমে চলছে। শীঘ্রই তা জানানো হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!