এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জয়ী সদস্যরা তৃণমূলে যোগ দিতেই পঞ্চায়েত হারাতে শুরু করল বিজেপি, বাড়ছে ক্ষোভ

জয়ী সদস্যরা তৃণমূলে যোগ দিতেই পঞ্চায়েত হারাতে শুরু করল বিজেপি, বাড়ছে ক্ষোভ


পঞ্চায়েত ভোটের পরেই রাজ্যের সমস্ত পঞ্চায়েত গুলিকে বিরোধীশূন্য করার ডাক দিয়েছিল তৃনমূল কংগ্রেস। ফলশ্রুতি হিসাবে বাম ও কংগ্রেস গড় গুলিতে জয়ী প্রার্থীরা নামও লিখিয়েছে তৃনমূলে। বাকি ছিল বিজেপি। এবার পঞ্চায়েতে বেশ কিছু জায়গায় ভালো ফল করে দলীয় প্রার্থীদের জিতিয়ে আনলেও তাঁদের নিজেদের দখলে রাখতেই পারল না বিজেপি। আর যা নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে বেশ সরগরম হয়ে উঠছে রাজনৈতিক মহল।

ঘটনাস্থল আলিপুরদুয়ারের দলসিংপাড়া গ্রাম পঞ্চায়েত। 13 টি আসনবিশিষ্ট এই পঞ্চায়েতে তৃনমৃল পাঁচটি, বিজেপি আটটি আসন পায়। ফলে বিজেপিই এখানো বোর্ড গড়বে। কিন্তু বোর্ড গঠনের ঠিক আগেই রবিবার বিজেপির দুই জয়ী সদস্য স্যামুয়েল মুন্ডা ও সুজাতা গোয়েল লামা তৃনমূলে যোগ দেওয়ায় এই পঞ্চায়েত দখল করল তৃনমূল। এদিন দুপুরে কালচিনিতে তৃনমূলের ব্লক অফিসে এই দলত্যাগী দুই বিজেপির জয়ী সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃনমূলের জেলা সভাপতি মোহন শর্মা।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে।

এদিকে দুই বিজেপির জয়ী সদস্য তৃনমুলে যোগ দেওয়ায় ও পঞ্চায়েত হারানোয় শতাধিক ভোটারকে নিয়ে বিজেপির কিছু মহিলা দলসিংপাড়ার নয়া লাইন থেকে সুজাতা গোয়েল লামার বাড়ি পর্যন্ত বিক্ষোভ দেখান। পরে অবশ্য পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে। এদিন তৃনমূলের বিরুদ্ধে দল ভাঙানোর অভিযোগ এনে বিজেপির জেলা সভাপতি  গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “পুলিশ ও টাকার টোপ দিয়ে তৃনমূল এই দল ভাঙাচ্ছে। এরকম চলতে থাকলে পঞ্চায়েতে বোর্ড গঠনে বড় গন্ডগোল হবে। তখন কিন্তু শাসকদল আর প্রশাসনকেই সেই ভার নিতে হবে।”

এদিকে এ নিয়ে কালচিনির তৃনমূল ব্লক সভাপতি অসীম মজুমদার বলেন, “টাকা দিয়ে আমরা কাউকেই দলে টানি না। স্বেচ্ছায় ওঁরা তৃনমূলে যোগদান করেছে।” তবে তঁরা তৃনমূলেই ছিলেন। কিন্তু পঞ্চায়েতে টিকিট না পেয়ে বিজেপির হয়ে লড়েছিলেন। আর রাজ্যের উন্নয়নের সাথী হতেই ফের তাঁরা শাসকদলে পা বাড়ালেন বলে জানান বিজেপি ছেড়ে তৃনমূলে আসা দুই পঞ্চায়েত সদস্য স্যামুয়েল মুন্ডা ও সুজাতা গোয়েল। সব মিলিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে রাজ্যজুড়ে দলবদলের পালা অব্যাহত। আর যার ফলে শাসকদল তৃনমূলের মুখে হাসি ফুটলেও প্রবল চাপে বিরোধী দলগুলো।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!