এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নবান্নের অলিন্দে সৌরভ! মমতা সাক্ষাতে নতুন করে জল্পনা শুরু বাংলার মহারাজকে ঘিরে

নবান্নের অলিন্দে সৌরভ! মমতা সাক্ষাতে নতুন করে জল্পনা শুরু বাংলার মহারাজকে ঘিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –তিনি সকলের দাদা। 22 গজে তার খেলা মুগ্ধ করে বাঙালিকে। তিনি আজ গোটা ভারতের অন্যতম বিশিষ্ট মুখ। তবে 22 গজে সৌরভ গঙ্গোপাধ্যায় যতটা না খেলাতে মাতিয়েছেন, তার থেকে বেশি বিভিন্ন জগতে তিনি আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছেন। কখনও রাজনীতিতে আবার কখনও বা ক্রিকেটে তাকে নিয়ে নানা আলোচনা রসিয়ে রসিয়ে উপভোগ করেছে বাঙালি তবে বরাবরই রাজনীতি থেকে দূরে থাকার কথা জানিয়েছেন সৌরভ গাঙ্গুলী।

সম্প্রতি 2021 এ তিনি বিজেপির মুখ হতে পারেন বলে নানা মহলে জল্পনা ছড়িয়েছিল। আর এই পরিস্থিতিতে এবার সস্ত্রীক নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আর হঠাৎ বাংলার মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌরভবাবুর এই সাক্ষাৎ ঘিরে এখন বিভিন্ন মহলে ছড়িয়ে পড়েছে জল্পনা। এক সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল।

কিন্তু কিছুদিন আগেই বিসিসিআইয়ের প্রেসিডেন্ট পদে সৌরভ গঙ্গোপাধ্যায় বসার পরেই কার্যত স্পষ্ট হয়ে যায় যে, বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায় সুসম্পর্কের কথা। আর তারপরেই নানা মহল দাবি করতে শুরু করে, এবার হয়ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে কিছুটা হলেও ফাটল ধরবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার সেই সমস্ত কিছুকে দূরে রেখে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন সকলের দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়। তাহলে কি কোনো বিশেষ আলোচনা করতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন সৌরভবাবু? একাংশ বলছেন, আইসিসির নির্বাচনের সঙ্গে এর কিছুটা হলেও সম্পর্ক রয়েছে। তবে অনেকের মতে, আইসিসির প্রধান পদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম নিয়ে আলোচনা হলেও অনেক জটিলতা রয়েছে।

কেননা বিসিসিআইয়ের শীর্ষপদে সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ বাড়ানোর বিষয়টি ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই কোনো ব্যক্তিগত কারণ বা বিসিসিআইয়ের কোনো কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে এদিন দেখা করতে গিয়েছিলেন সৌরভ গাঙ্গুলী। তবে সঠিকভাবে ঠিক কি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের, তা জানা না যাওয়ায় জল্পনার পারদ ক্রমশ চড়তে শুরু করেছে।

রাজনৈতিক মহলের একাংশ বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগেই বাংলার বিশিষ্ট মুখ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শাসক দলের সুপ্রিমো তথা বাংলার প্রশাসনিক প্রধানের এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে তেমনভাবে বৈঠকে কি আলোচনা হল তা জানা না গেলেও, দুই মহলের গতি প্রকৃতি এবং তার ভিত্তিতে এই বৈঠকের নির্যাস পাওয়া যায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!