এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভুয়ো ভোটার রুখতে এবার নির্বাচন কমিশনের নতুন অস্ত্র, জল্পনা সব মহলেই

ভুয়ো ভোটার রুখতে এবার নির্বাচন কমিশনের নতুন অস্ত্র, জল্পনা সব মহলেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের ভোটের প্রস্তুতি প্রায় সারা। হাতে আর সামান্য কয়েক দিন। এরপরেই নির্বাচন কমিশন ভোটের নির্ঘণ্টও জানিয়ে দেবেন বলে শোনা যাচ্ছে। বাংলার সাথে সাথে বিধানসভা নির্বাচন হতে চলেছে তামিলনাড়ু, কেরল, পদুচেরি এবং আসামে। সব দিকে নজর রাখতে নির্বাচন কমিশন এবার অভিনব পন্থা গ্রহণ করতে চলেছে। বরাবরই বিরোধীরা ছাপ্পা ভোট কিংবা ভুয়ো ভোটারের অভিযোগ জানায় কমিশনে।

এবার কমিশন থেকে এই ভুয়ো ভোটার ধরার জন্য অভিনব পদ্ধতি অবলম্বন করতে চলেছে। আর তাই নিয়েই শুরু হয়েছে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা-কল্পনা। শুধু বিধানসভার নির্বাচনেই নয়, রাজ্যের যে কোনো নির্বাচনে নির্বাচন কমিশনকে বিরোধীদের ছাপ্পা ভোটের অভিযোনের মুখোমুখি হতে হয়। তাই এবার বিরোধী দলগুলোকে স্বস্তি দিতে এবং ছাপ্পা ভোট কিংবা ভুয়ো ভোটার রুখতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বুথ মোবাইল অ্যাপ্লিকেশনের ব্যবহার শুরু হতে চলেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নতুন অ্যাপ সম্পর্কে জানানো হয়। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ভোট গ্রহণ কেন্দ্র থেকে ভুয়ো ভোটার ধরতে কিংবা ছাপ্পা ভোট আটকাতে এবার কমিশনের অস্ত্র কিউআর কোড। গোটা দেশের মধ্যে বাংলাতেই প্রথম ভুয়ো ভোটার ধরার জন্য এই অভিনব পদ্ধতি প্রয়োগ করতে চলেছে নির্বাচন কমিশন। তবে এই অভিনব অ্যাপ ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আগামীদিনে কমিশনের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গিয়েছে।

তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, পুরো বিষয়টি এই মুহূর্তে পরিকল্পনার স্তরে রয়েছে। তবে নির্বাচন কমিশন স্বচ্ছ প্রক্রিয়ায় ভোট করতে এবার সর্বতোভাবে চেষ্টা চালাচ্ছে বলে খবর। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, এহেন অ্যাপ যদি নির্বাচন কমিশনের পক্ষ থেকে ব্যবহার করা হয়, তাহলে স্বচ্ছ ভোট প্রদান নিয়ে আর কোন অভিযোগ থাকার কথা নয় বিরোধীদের। সে ক্ষেত্রে ফলাফল যাই হোক না কেন মেনে নিতে হবে সব পক্ষকেই। তবে এই অ্যাপ কতটা কার্যকর হবে নির্বাচনের ময়দানে, সেটাই এখন দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!