এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > দুর্নীতিগ্রস্ত নেতাদের সামনে রাখতে চাইছে না তৃণমূল! পদ হারানোর ভয়ে শুরু শুরু গোষ্ঠীকোন্দল?

দুর্নীতিগ্রস্ত নেতাদের সামনে রাখতে চাইছে না তৃণমূল! পদ হারানোর ভয়ে শুরু শুরু গোষ্ঠীকোন্দল?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে ইতিমধ্যে তৃণমূল শিবির দুর্নীতিমুক্ত দল তৈরী করার পরিকল্পনা গ্রহণ করেছে। আর সেই সূত্রে ভোট কৌঁশলী প্রশান্ত কিশোরের প্ল্যানমাফিক প্রতিটি পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে। একইভাবে এবার দুর্নীতিগ্রস্ত নেতাদের ছাঁটাই করার কাজ চলছে। রাজনীতির মুখ্য ভাগে তাঁদেরকে এবার আর রাখা হবেনা বলে জানা গেছে। আর সেই সূত্রে এবার পদ হারানোর ভয়ে শুরু হয়েছে দলীয় কোন্দল। আর তাই নিয়ে তৃণমূলের অন্দরে শুরু হয়েছে তীব্র আলোচনা।

সম্প্রতি ঘোষণা হয়েছে কোচবিহারের ব্লক কমিটি নতুন করে তৈরি হবে। বৃহস্পতিবার ওই কমিটির ঘোষণা করার কথা ছিল। কিন্তু দু একটি ব্লক কমিটিতে সভাপতি রাখা নিয়ে শুরু হয় তীব্র দলীয় কোন্দল। তারপরেই ব্লক কমিটি ঘোষণা করার সিদ্ধান্ত কিছুদিন পিছিয়ে যায়। তবে সূত্রের খবর, 7 দিনের মধ্যে ব্লক কমিটি ঘোষণা করা হবে। অন্যদিকে পদ না পেলে ইতিমধ্যে বেশ কয়েকজন নেতা হুমকি দিয়ে রেখেছেন, তাঁরা দল ছাড়বেন। এই অবস্থায় প্রত্যেককেই যাতে দলে রেখে তাঁদের মন রাখা যায় সেই অনুযায়ী ব্লক কমিটি তৈরি হচ্ছে।

কিন্তু তা মানতে একেবারেই নারাজ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অন্যদিকে তৃণমূল কোচবিহার জেলার বর্তমান সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন, দলের মধ্যে কোনরকম গোষ্ঠী কোন্দল নেই। আগামী 7 দিনের মধ্যে কোচবিহারের ব্লক কমিটি ঘোষণা করা হবে। গত লোকসভা নির্বাচনে জেলা কমিটি নতুন করে গঠন করার সময় ব্লগ কমিটিগুলো ভেঙে দেওয়া হয় কোচবিহারের। তবে সেই সময় বিধানসভা ভিত্তিক কমিটি ঘোষণা করা হয়েছিল। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে সেই কমিটিগুলি দিয়ে সাংগঠনিক কোনো কাজ হচ্ছেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই আবার নতুন করে ব্লক কমিটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে দল। তবে গোষ্ঠীদ্বন্দ্ব আটকানোর জন্য বিধানসভা ধরে ধরে ব্লক কমিটি তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু তাতেও সেই গোষ্ঠীকোন্দল দেখা দিচ্ছে। অন্যদিকে দলের অন্দরেই প্রশ্ন উঠেছে, কোচবিহার 1 ব্লক এর প্রাক্তন সভাপতি খোকন মিঁয়া এবং কোচবিহার দুই প্রাক্তন সভাপতি পরিমল বর্মন আদৌ নতুন কমিটিতে পদ পাবেন কিনা তা নিয়ে। একাধিক ব্লকে এবার নতুন সভাপতি আসতে চলেছেন বলে খবর।

এক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত নেতাদের বাদ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলের। অন্যদিকে বেশকিছু প্রাক্তন ব্লক সভাপতি ইতিমধ্যে জেলা এবং রাজ্য নেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন পদ বাঁচানোর জন্য। কিন্তু সেক্ষেত্রে কোন নেতাই তাঁদেরকে কোন আশাব্যঞ্জক কথা শোনাতে পারেনি। তবে জানা যাচ্ছে, ব্লক সভাপতির জন্য নাম আসছে বিধায়কদের তরফ থেকে। এছাড়াও প্রতিটি ব্লকে মানুষ এই মুহূর্তে কাকে বেশি পছন্দ করছে, সেই অনুযায়ী টিম পিকে একটি তালিকা তৈরি করছে। সেই অনুযায়ী ব্লক কমিটির সভাপতি বা অন্যান্য পদ গঠন হবে বলে জানা গেছে।

অন্যদিকে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের দিকে নজর রেখে যেভাবে তৃণমূল শিবির এবার একে একে পরিকল্পনামাফিক এগিয়ে চলেছে সংগঠন আরো শক্তিশালী করার দিকে, তা যথেষ্ট উল্লেখযোগ্য। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মত, এই মুহূর্তে তৃণমূল শিবির কিছুটা পিছিয়ে থাকার পর সাংগঠনিক গোড়া মজবুত করার কাজে নেমেছে। যা তাঁদের আগামী দিনে অনেকটাই সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। আপাতত কোচবিহারের কমিটিতে এবার নতুন কারা আসবেন সেদিকে কিন্তু নজর রয়েছে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!