আরেক ‘পরিবর্তনপন্থী বুদ্ধিজীবির’ সঙ্গে মুখ্যমন্ত্রীর দূরত্ত্ব ঘিরে জল্পনা বিশেষ খবর রাজ্য January 7, 2018 বাংলায় ৩৪ বছরের বাম জামানার আবাসন ঘটিয়ে তৃণমূল সরকার প্রতিষ্ঠার আগে বাংলার বুদ্ধিজীবী মহলের বৃহদংশ তৎকালীন বিরোধীনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রকাশ্যে মুখ খুলেছিলেন। পরবর্তীকালে তাঁদের অনেকেই দূরে সরে গেলেও একটা বড় অংশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই ছিলেন। আর মুখ্যমন্ত্রীও তাঁদের বিভিন্ন কমিটি বা সংস্থার মাথায় বসিয়ে যোগ্য সম্মান দিয়েছিলেন। এমনই একজন বুদ্ধিজীবী হলেন বিখ্যাত মঞ্চাভিনেতা শাঁওলি মিত্র। মহাশ্বেতা দেবীর ছেড়ে যাওয়া বাংলা অ্যাকাডেমির সভাপতির পদে তাঁকে বসিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু আজ সবাইকে অবাক করে দিয়ে মুখ্যমন্ত্রীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত শাঁওলি দেবী বাংলা অ্যাকাডেমির সভাপতির পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন বলে সূত্রের খবর। মহাশ্বেতা দেবীর হাত থেকে দায়িত্ত্ব নেওয়ার পর তিনি বাংলা অ্যাকাডেমিকে নিজের মত করেই এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, নিয়েছিলেন বেশ কিছু নতুন পদক্ষেপও। কিন্তু আজ কাজ করার পরিকাঠামোর অভাব হয়েছে বলে ভালোভাবে কাজ করতে সমস্যা হচ্ছিল এই কারণ জানিয়ে তিনি তাঁর পদত্যাগপত্র পাঠিয়ে দেন সরকারের কাছে। শাঁওলিদেবীর এইভাবে পদত্যাগে রীতিমত শোরগোল পরে গেছে রাজনৈতিক মহলে। যদিও এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকারের এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায় নি। আপনার মতামত জানান -