এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > মঞ্জু বসু প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ

মঞ্জু বসু প্রসঙ্গে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ


নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী নিয়ে চূড়ান্ত নাটক রাজ্য-রাজনীতিতে। কিছুদিন আগেই নোয়াপাড়ায় তাঁকে প্রার্থী না করা এবং নির্বাচনের ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে রাখা নিয়ে সংবাদমাধ্যমে ক্ষোভ উগরে দেন নোয়াপাড়ার তৃণমূল কংগ্রেসের দুবারের বিধায়ক মঞ্জু বসু। আর তারপরেই তাঁর সঙ্গে তাঁর বাড়িতে গিয়ে ‘সৌজন্য’ সাক্ষাৎ করেন বিজেপি নেতা মুকুল রায়। এমনকি পরবর্তীকালে মঞ্জু বসুর সাথে কলকাতা বিমানবন্দরে একান্তে আলোচনা করেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাশ বৈজয়বর্গীয়, সঙ্গে ছিলেন মুকুল রায়ও। এরপরেই জল্পনা ছড়াতে থাকে নোয়াপাড়ায় বিজেপির প্রার্থী হতে চলেছেন মঞ্জু বসু, আর সেই জল্পনাকে মান্যতা দিয়ে আজ বিজেপির তরফে এক প্রেস বিজ্ঞপ্তিতে মঞ্জু বসুকেই প্রার্থী ঘোষণা করা হয়। এরপরেই হয় নাটকীয় পট পরিবর্তন, মঞ্জু বসু সাংবাদিকদের জানিয়ে দেন, তাঁর সম্মতি না নিয়েই তাঁকে বিজেপির তরফে প্রার্থী ঘোষণা করে দেওয়া হয়েছে, তিনি এখনো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখছেন।

মঞ্জু বসু প্রসঙ্গে মুখ খুললেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
এই পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সমগ্র ব্যাপার নিয়ে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন,

১. মঞ্জু বসু মুকুল রায়ের পরিচিত, আমার পরিচয় নেই
২. আমরা কেন্দ্রের লোককে দায়িত্ব দিয়েছিলাম মঞ্জু বসুর সঙ্গে কথা বলার জন্য
৩. একটা অপারেশন করা হয়েছিল, তা সফল হয়নি
৪. আমি দিল্লিতে প্রার্থীদের একটা তালিকা পাঠিয়েছিলাম, সেখান থেকেই প্রার্থী হবেন কেউ একজন
৫. এর বেশি কিছু আমি জানি না

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!