এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > খুনের হুমকি তৃণমূলের দাপুটে মন্ত্রীকে, অভিযোগ পুলিশে

খুনের হুমকি তৃণমূলের দাপুটে মন্ত্রীকে, অভিযোগ পুলিশে

কয়েকদিন আগেই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দাবি করেছিলেন বনগাঁয় এক বিজেপি নেতা তৃণমূলের তিন জনপ্রিয় নেতাকে খুনের চেষ্টা করছেন। আর এবার সত্যি সত্যি খুনের হুমকি পেলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী জাকির হোসেন। সূত্র মারফত জানা যাচ্ছে, গতকাল তিনি জেলার পুলিস সুপারের কাছে অভিযোগ করেন যে তাঁকে প্রাণে মারার হুমকি দিচ্ছে গোরু পাচারকারীরা। ঘটনাটি তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও জানিয়েছেন।
তরুণ শিল্পপতি হিসাবে খ্যাত জাকির হোসেন ২০১৬ সালে জঙ্গিপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন, এরপর দলনেত্রীর নির্দেশে গ্রহণ করেন মন্ত্রীত্ত্বও। মন্ত্রীর বক্তব্য, বাংলাদেশ সীমান্তবর্তী এই জেলায় (তাঁর নিজের জেলা মুর্শিদাবাদে) গোরু পাচারকারীদের দৌরাত্ম্য বেড়েছে। সীমান্তবর্তী গ্রামের খেতের ফসল নষ্ট করছে গোরু পাচারকারীরা। গ্রামবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পেয়েছি। তাই গোরু পাচারকারীদের বিরুদ্ধে সরব হয়েছি। এজন্য কয়েকদিন ধরেই গোরু পাচারকারীরা ফোনে এবং বিভিন্নভাবে প্রাণে মারার হুমকি দিচ্ছে। পাচারচক্রের মূল মাথার বাড়ি লালগোলা থানা এলাকায়। ওই পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিসের কাছে জানিয়েছি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!