আজ কি আবার রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়াবেন মুকুল রায়? জাতীয় বিশেষ খবর রাজ্য December 13, 2017 সদ্য তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন একসময়ের তৃণমূলের অঘোষিত দুনম্বর নেতা মুকুল রায়। আর বিজেপিতে যোগ দিয়েই তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে এক ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন। তাঁর অভিযোগ ছিল মানুষের মৌলিক অধিকার খর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ত্বাধীন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাঁর চার-চারটি ফোন ট্যাপ করছে। শুধু তাঁর ফোনই নয়, কেউ রাজ্য সরকারের সামান্যতম বিরোধিতা করলেই তাঁর ফোন ট্যাপ করা হচ্ছে। আর এই অভিযোগ জানিয়েই তিনি ক্ষান্ত হন নি, তিনি এই নিয়ে দিল্লিতে মামলাও করেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সেই মামলা গ্রহণ করে গত ২০ নভেম্বর কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক, রাজ্য সরকার এবং মুকুল রায়ের টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা এমটিএনএল এবং ভোডাফোনকে নোটিস পাঠায় দিল্লি হাইকোর্ট। ৭ ডিসেম্বরের মধ্যে এই মর্মে তাদের জবাব তলব করা হয়। আর ওই আড়িপাতা মামলায় আজ শুনানি রয়েছে দিল্লি হাইকোর্টে। তাই আজ দিল্লি সরগরম হয়ে উঠতে পারে সেই মামলায় কি হয় তা নিয়ে, রাজ্য-রাজনীতি তাকিয়ে আছে মুকুল রায় আবারো কি নতুন কোনো বিড়ম্বনায় ফেলেন রাজ্য-সরকারকে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সব অভিযোগ থেকে নিজেকে মুক্ত করতে পারে সেদিকে। আপনার মতামত জানান -