এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জঙ্গলমহলে তৃণমূল প্রার্থীর প্রচারে বাধা, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ

জঙ্গলমহলে তৃণমূল প্রার্থীর প্রচারে বাধা, প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবারের বিধানসভা নির্বাচনে ঝাড়গ্রাম থেকে তৃণমূলের তারকা প্রার্থী হয়েছেন বীরবাহা হাঁসদা। প্রসঙ্গত, বীরবাহা হাঁসদাকে সাঁওতালি সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী হিসেবে জানা যায়। একুশের নির্বাচনে জঙ্গলমহলকে ফিরে পেতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা রেখেছেন এলাকার জনপ্রিয় মুখ বীরবাহা হাঁসদার ওপর।

উল্লেখ্য, জঙ্গলমহলের অধিকার হারায় তৃণমূল লোকসভা নির্বাচন থেকে। ঐ এলাকায় বিজেপির ব্যাপক উত্থান হয়। যথারীতি বীরবাহা হাঁসদা দায়িত্ব পেয়ে ইতিমধ্যেই তৃণমূলের হয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। কিন্তু প্রচারে বেরিয়ে আজকে তাঁকে এক অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হলো বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, ঝাড়গ্রাম প্রশাসন আজকে অনুমতি থাকা সত্বেও তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদাকে মিছিল করতে দেয়নি। আর এই নিয়ে তোলপাড় হচ্ছে রাজ্য রাজনীতি। মঙ্গলবার সাঁওতালি সিনেমার জনপ্রিয় তারকা তথা তৃণমূল প্রার্থী বীরবাহা হাঁসদার মিছিল কর্মসূচি ছিল। তাঁর সাথে তৃণমূলের দলীয় কর্মীরাও ছিলেন। কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, ঝাড়গ্রামের রামগড়ে দুপুর 3 টা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত মিছিল করার অনুমতি থাকা সত্ত্বেও তৃণমূলের মিছিল বন্ধ করে দেওয়া হয়। আর এই  নিয়ে উত্তেজনার পারদ চড়ে।

প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে রামগড়ের রাস্তায় বসে পড়েন তৃণমূল প্রার্থী বীরবাহা। এমনকি নির্বাচন কমিশনের অফিসে গিয়েও তৃণুমূলের পক্ষ থেকে তাঁরা অভিযোগ দায়ের করেন। এরপর রাস্তা আটকে বিক্ষোভ দেখাতে থাকেন তৃণমূলের কর্মীরা। প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন।

 অন্যদিকে আজকে রামগড়ে শুভেন্দু অধিকারীর সভা করার কথা থাকলেও উত্তপ্ত পরিস্থিতিতে তাঁকে রামগড়ে ঢুকতে দেয়না পুলিশ। বাতিল হয় বিজেপির সভা। প্রসঙ্গত, নয়াগ্রাম, গীধনিতে সভার পর বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর আজ বিকেলে লালগড় থানার রামগড়ে পদযাত্রা এবং সভা করার কথা ছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই উত্তেজনা এড়াতে শুভেন্দু অধিকারীর সভা বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, গেরুয়া শিবিরকে মিছিল বা সভা করার অনুমতি দেওয়া হলেও তৃণমূলের প্রার্থীকে সভা করতে দেওয়া হচ্ছেনা,মিছিল করতে দেওয়া হচ্ছেনা অনুমতি থাকা সত্ত্বেও।

 অন্যদিকে বিজেপির সভা বাতিল হলে বিজেপির লোকজনও বিক্ষোভ দেখাতে শুরু করেন বিভিন্ন জায়গায়। এলাকাজুড়ে উত্তপ্ত পঋইসস্থিতি সামাল দিতে ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ মোতায়েন রয়েছে। ঝারগ্রাম এর তৃণমূল প্রার্থী বীরবাহা জানিয়েছেন,  ইচ্ছাকৃতভাবে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে কমিশন। অথচ তাঁদের অনুমতি থাকা সত্বেও কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে।

নির্বাচন কমিশনকে জানানো সত্ত্বেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছেনা। এই পরিস্থিতিতে বিজেপির ঝাড়গাম জেলা বিজেপি সভাপতি তুফান মাহাতোর সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা হলে তা ব্যর্থ হয়। সব মিলিয়ে রাজ্যজুড়ে তৃণমূল এবং বিজেপির ব্যাপক রাজনৈতিক দ্বন্দ্ব সামনে আসছে। অন্যদিকে জঙ্গলমহলে আজকের ঘটনায় ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়েছে। ভোটের আবহে আজকের ঘটনা যে রাজনৈতিক মহলে তীব্র বিতর্কের সূত্রপাত করবে, সে কথা এক বাক্যে বলা যায়।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!