এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সরকারি টাকায় ভোট প্রচার! দুই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে কমিশনে সিপিএম

সরকারি টাকায় ভোট প্রচার! দুই হেভিওয়েট মন্ত্রীর বিরুদ্ধে কমিশনে সিপিএম


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই শাসক দল থেকে শুরু করে বিরোধীরা একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেছে। এক্ষেত্রে বারবার একদল অপরের বিরুদ্ধে নির্বাচনী আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ তুলছে। আর এবার রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের ক্লাবের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করল সিপিএম।

যেখানে দুর্গাপুজোয় দেওয়া সরকারি টাকায় অরূপ বিশ্বাস এবং পার্থ চট্টোপাধ্যায় ভোট প্রচার করছেন বলে অভিযোগ করেছে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি। স্বাভাবিক ভাবেই দুই ক্লাবের কার্যকর্তা তথা তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠায় এখন রীতিমত অস্বস্তিতে ঘাসফুল শিবির।

প্রসঙ্গত উল্লেখ্য, নাকতলা উদয়ন সংঘের সঙ্গে জড়িত রাজ্যের শিক্ষামন্ত্রী তথা তৃণমূল প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। সিপিএমের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের হয়ে এই নাকতলা উদয়ন সংঘ প্রচার করছে। এই ক্লাবকে সরকারের পক্ষ থেকে পুজোর টাকা দেওয়া হয়। আর সেই সাহায্য দিয়েই তারা প্রচার প্রক্রিয়া চালাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি বিধিভঙ্গ করে টালিগঞ্জের তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের হোর্ডিং লাগিয়ে দিচ্ছে নাকতলা উদয়ন সংঘ বলেও দাবি করা হয়েছে সিপিএমের পক্ষ থেকে সেই অভিযোগপত্রে। যার ফলে রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজ্য রাজনীতিতে। বলা বাহুল্য, নির্বাচনের দামামা বেজে গেলে লাগু হয়ে যায় আদর্শ আচরণবিধি। আর আদর্শ আচরণবিধি অনুযায়ী সরকারি টাকায় কোনো রকম বিজ্ঞাপন দেওয়া যায় না।

কিন্তু এবার নাকতলা উদয়ন সংঘের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পার্থ চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হল সিপিএম। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস যে কিছুটা হলেও চাপে পড়ে গেল, তা বলার অপেক্ষা রাখে না। এখন এই গোটা বিষয়ে কমিশনের পক্ষ থেকে কী পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!