এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > প্রার্থী হলেও প্রচারে নেই মুকুল, চাণক্যের ভূমিকা নিয়ে জল্পনা!

প্রার্থী হলেও প্রচারে নেই মুকুল, চাণক্যের ভূমিকা নিয়ে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শেষ 2001 সালে জগদ্দল বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের টিকিটে লড়াই করেছিলেন তিনি। তবে সেই নির্বাচনে অবশ্য পরাজিত হতে হয়েছিল তাকে। তারপর থেকে সেভাবে কোনো নির্বাচনে লড়তে দেখা যায়নি মুকুল রায়কে। তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই নির্বাচন সামলাতে দেখা গিয়েছে তাকে। তারপর গড়িয়ে গেছে অনেক জল। তৃণমূল ছেড়ে প্রায় চার বছর আগে তিনি যোগদান করেছেন ভারতীয় জনতা পার্টিতে।

গত 2019 এর লোকসভা নির্বাচনের সময়ে তাকে বিজেপি কোনো একটি কেন্দ্র থেকে প্রার্থী করবে বলে গুঞ্জন ছড়িয়েছিল। কিন্তু মুকুলবাবু অবশ্য জানিয়ে দিয়েছিলেন, তিনি প্রার্থী হতে চান না। সংগঠন সামলাতে চান। তাই তার ওপরে ভোটের দায়িত্ব দিয়ে অনেকটাই সাফল্য লাভ করেছিল গেরুয়া শিবির। কিন্তু এবার 2021 এর বাংলার মসনদ দখলে লক্ষ্যে সেই মুকুল রায়কে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি।

যেখানে কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে বিজেপির পক্ষ থেকে টিকিট দেওয়া হয়েছে তাকে। কিন্তু মুকুল রায়ের মত হেভিওয়েট তথা ভোট রাজনীতি বোঝা মানুষ কেন টিকিট পাওয়ার পরেও প্রচারে নামছেন না, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছিল প্রশ্ন। তবে অবশেষে নিজের প্রচার কবে থেকে শুরু করবেন মুকুল রায়, তা নিজের মুখেই জানিয়ে দিলেন।

সূত্রের খবর, মঙ্গলবার কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে সাংবাদিক বৈঠকে যোগ দেন মুকুল রায়। আর সেখানেই তিনি জানিয়ে দেন, আগামী 26 মার্চ মনোনয়নপত্র জমা দিয়ে তিনি প্রচারে নামবেন। অর্থাৎ মনোনয়নপত্রের মত গুরুত্বপূর্ণ বিষয়টি সামনে নিয়ে যে তিনি এবার প্রচারে ঝাঁপিয়ে পড়বেন, তা চাণক্যের কথা থেকে স্পষ্ট হয়ে গেল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, মুকুল রায় অভিজ্ঞ রাজনীতিবিদ। দীর্ঘদিন ধরে ভোট কৌশলী ভূমিকা পালন করে এসেছেন তিনি। তাই গেরুয়া শিবিরের পক্ষ থেকে তাকে প্রার্থী করার সাথে সাথেই ঘর গুছিয়ে নিয়েই পূর্ণাঙ্গভাবে ময়দানে নামতে চাইছেন তিনি। অনেকে বলছেন, মুকুল রায়ের মতো হেভিওয়েট যদি এবারের রাজনৈতিক লড়াইয়ে পরাজিত হন, তাহলে তা তার কাছে অত্যন্ত ব্যাক ফায়ার হয়ে দাঁড়াবে‌।বিরোধীদের পক্ষ থেকে যেমন এই ব্যাপারে তাকে কটাক্ষ করা হবে, ঠিক তেমনই নিজের দলের অন্দরেও তিনি প্রশ্নের মুখে পড়ে যাবেন।

ইতিমধ্যেই কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী বিশিষ্ট অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় মুকুল রায়কে কটাক্ষ করেছেন। যেখানে তিনি বলেছেন, যিনি একটি নির্বাচনে দাঁড়িয়ে জয়লাভ করতে পারেন না, তিনি আবার কিসের হেভিওয়েট! স্বাভাবিকভাবেই তরজা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে ঘর গুছিয়ে নিয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে লাগাতার প্রচারে নামছে চলেছেন মুকুল রায়। সব মিলিয়ে আগামী 26 মার্চ প্রচারে নেমে কি কি চমক দেন বঙ্গ বিজেপির চাণক্য, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!