এখন পড়ছেন
হোম > অন্যান্য > হোয়াটস্যাপে যোগ হতে চলেছে একাধিক নতুন ফিচার, ব্যবহার হবে আগের থেকেও সুবিধাজনক?

হোয়াটস্যাপে যোগ হতে চলেছে একাধিক নতুন ফিচার, ব্যবহার হবে আগের থেকেও সুবিধাজনক?


হোয়াটসঅ্যাপ এখনো পর্যন্ত একটি জনপ্রিয়তম যোগাযোগের মাধ্যম বিশ্বের বুকে। ফেসবুকের মত হোয়াটসঅ্যাপও এখন মার্ক জুকেরবার্গের দখলে। বরাবরের মতন জনপ্রিয়তম মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ বর্তমানে প্রতিযোগিতার বাজারে পিছিয়ে না পড়ার জন্য সদা সতর্ক। আর তার জন্যই নতুন করে বেশ কিছু ফিচার নিয়ে আসতে চলেছে হোয়াটসঅ্যাপ।

কিন্তু এই ফিচার কবে থেকে নেটিজেনদের মধ্যে ব্যবহার শুরু হবে, তা নিয়ে অবশ্য এখনো পর্যন্ত সঠিক ভাবে কোনো তথ্য দেওয়া হয়নি হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে। জানা গেছে, এবার থেকে কিউআর কোড স্ক্যান করে কন্টাক্ট অ্যাড করেই চ্যাট করার সুবিধা মিলবে। জনপ্রিয় এই চ্যাটিং অ্যাপে কল নম্বর মোবাইলে সেভ না করেই চ্যাট করা যাবে বলে জানা যাচ্ছে। জনপ্রিয় এই ম্যাসেজিং সার্ভিস ইতিমধ্যে মেসেঞ্জার, স্ন্যাপচ্যাট, উইচ্যাটের মতন মেসেজিং সার্ভিস গুলিতে এসে গেছে বলে জানা গেছে।

তবে সূত্রের খবর, অ্যান্ড্রয়েড এবং আইওএস গ্রাহকদের জন্য নতুন এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। যদিও কোন আপডেট এর সঙ্গে এই ফিচার গ্রাহকদের ফোনে আসবে তা অবশ্য এখনও জানা যায়নি। সূত্রের খবর, নতুন ফিচারে প্রত্যেক গ্রাহকের আলাদা আলাদা কিউআর কোড থাকবে। মেসেজিং অ্যাপ এর ভেতর থেকে এই কিউআর কোড জেনারেট করে চ্যাট করা যাবে সরাসরি। এর ফলে ফোন নাম্বার শেয়ার করার কোন বাধ্যবাধকতা থাকবে না হোয়াটসঅ্যাপে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের মতে, এই নতুন ফিচার আসার ফলে বিশ্বব্যাপী সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রাহক যথেষ্ট উপকৃত হবেন। এখনো পর্যন্ত ভারতে প্রায় 40 কোটি নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের খোঁজ পাওয়া গেছে। তবে মনে করা হচ্ছে, নতুন ফিচার আসার ফলেই হোয়াটসঅ্যাপ ব্যবহারের অভিজ্ঞতা সম্পূর্ণ নতুন আঙ্গিকে বদলে যাবে। হোয়াটসঅ্যাপের আরও সুবিধার মধ্যে আগত একটি সুবিধা হল, এতদিন একসঙ্গে শুধুমাত্র একটি মাত্র মোবাইল ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যেত।

কিন্তু এবার থেকে একাধিক মোবাইল ডিভাইস থেকেও একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। হোয়াটসঅ্যাপের সমসাময়িক প্রতিযোগী টেলিগ্রাম অ্যাপটিতেও ইতিমধ্যেই এই সুবিধা দেওয়া হয়েছে। আর একটি জনপ্রিয় অ্যাপ স্ন্যাপচ্যাটে একটি সুবিধা আছে যে যদি কেউ মেসেজ সেন্ড করে তাহলে নির্দিষ্ট সময় পরে সেই মেসেজ গ্রাহকের সুবিধামতো সময়ে ডিলিট হয়ে যাবে। এবার হোয়াটসঅ্যাপেও এই নতুন ফিচার যোগ হতে চলেছে বলে জানা যাচ্ছে।

তবে বিশেষজ্ঞদের মতে, পুরনো এন্ড্রয়েড ভার্সন বা ও এস ব্যবহারকারীদের ক্ষেত্রে এই ফিচারগুলো কার্যকরী নাও হতে পারে। এর আগেও হোয়াটসঅ্যাপ বিভিন্ন ফিচার যোগ করে এই চ্যাটিং অ্যাপটিকে অত্যন্ত আকর্ষণীয় স্থানে নিয়ে যায়। তবে বিশেষজ্ঞদের মতে, হোয়াটস্যাপ প্রতিযোগিতার বাজারে নজর কাড়ার জন্য যেভাবে একের পর এক আকর্ষণীয় ফিচার যোগ করে চলেছে, তাতে এই মুহূর্তে জনপ্রিয়তার শীর্ষে যে হোয়াটসঅ্যাপ আবার উঠে পড়লো সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!