এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভোট মিটতেই শুভেন্দুর মাস্টারস্ট্রোক? শাসকদলের ঘুম উড়িয়ে নিলেন বড়সড় পরিকল্পনা, ঝড় রাজ্য জুড়ে

ভোট মিটতেই শুভেন্দুর মাস্টারস্ট্রোক? শাসকদলের ঘুম উড়িয়ে নিলেন বড়সড় পরিকল্পনা, ঝড় রাজ্য জুড়ে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লড়াকু নেতা তথা জননেতা হিসাবে শুভেন্দু অধিকারীর রাজ্য জুড়ে খ্যাতি । একসময় দলের অন্যতম প্রধান সেনাপতি হিসেবে তৃণমূলকে বারবার জয়ের মুখ দেখিয়েছেন শুভেন্দু অধিকারী। এখন তিনি রাজ্যের বিরোধী দলনেতা। রাজ্যজুড়ে ঘাসফুল ঝড় দেখা গেলেও নিজের কেন্দ্র নন্দীগ্রামে তা প্রতিহত করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। আর এবার রাজ্যের শাসক দল তৃণমূলকে চাপে রাখতে বড়োসড়ো মাস্টার স্ট্রোক দিলেন শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের নানা স্থানে বারবার রাজনৈতিক হিংসার ঘটনার অভিযোগ সামনে আসতে শুরু করেছে। বিজেপির অভিযোগ, বেছে বেছে তাদের কর্মীদের মারধর, হেনস্থা, বাড়িঘর, দোকানপাট, ভাঙচুর, লুটপাট, এমনকি হত্যাও করা হচ্ছে। ভোট-পরবর্তী হিংসার পরিস্থিতিতে তৃণমূলও বিজেপিকে সমান দোষে দোষী করছে। এবার রাজ্যের অবস্থার খোঁজ নিতে মাঠে নেমেছেন রাজ্যপাল। জেলায় জেলায় মানুষের পাশে গিয়ে মানুষের খোঁজ খবর নিচ্ছেন তিনি। আজ রাজ্যপাল এসেছেন নন্দীগ্রামে। সেখানে রাজ্যপালকে স্বাগত জানিয়ে রাজ্যের শাসক দলের অস্বস্তি অনেকটা বাড়িয়ে দিলেন শুভেন্দু অধিকারী।

আজ রাজ্যপাল নন্দীগ্রামে আসবেন শুনে গতকালই সাংবাদিক বৈঠকে রাজ্যপালকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, রাজ্যপাল হলেন রাজ্যের সাংবিধানিক প্রধান। তাই তাঁকে তিনি নন্দীগ্রামে স্বাগত জানাচ্ছেন। নন্দীগ্রাম ঘুরে আসুন তিনি। কিন্তু তাঁর সঙ্গে কোন বিজেপি নেতা থাকবেন না। নন্দীগ্রামের কোথায় কোথায় হিংসাত্মক ঘটনা ঘটেছে? সে খবর রাজ্যপাল নিশ্চয়ই জানেন। তিনি এলাকায় ঘুরে নিজেই পরিদর্শন করবেন। তবে রাজ্যপালকে তথ্য দিয়ে সাহায্য করা হবে বলে জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এরপর আজ সকালে নন্দীগ্রামে গিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। তাঁকে স্বাগত জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বেশ কিছুক্ষণ রাজ্যপালের সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাঁকে। যার মাধ্যমে তৃণমূলের অস্বস্তি যথেষ্ট বাড়িয়ে দিয়েছেন শুভেন্দু অধিকারী, এমনটাই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষক। এর সঙ্গে আরও এক কৌশলী চাল দিয়ে তৃণমূলের মুখ বন্ধ করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাজ্যপালের সঙ্গে কোন বিজেপি নেতা থাকবেন না।

প্রসঙ্গত, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের বিরোধ দীর্ঘদিনের। এবার নির্বাচনের পর আক্রান্তদের খোঁজখবর নিতে বিভিন্ন এলাকায় রাজ্যপাল যেতেই আবার সরব হয়ে উঠেছে রাজ্য সরকার। কোচবিহারে রাজ্যপাল যখন পরিদর্শনে গিয়েছিলেন সে সময়ে বিজেপির নেতা নেত্রীরা রাজ্যপালের সঙ্গে থাকার কারণে, রাজ্যপাল এক বিশেষ দলের হয়ে কাজ করছেন এরকম অভিযোগ তুলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। কিন্তু নন্দীগ্রামে তৃণমূলের এই অভিযোগ তোলার চেষ্টাকেও কার্যত ভোঁতা করে দিলেন শুভেন্দু অধিকারী।

নন্দীগ্রামে একদিকে রাজ্যপালের সঙ্গে শুভেন্দু অধিকারী সাক্ষাৎ করেছেন। অন্যদিকে, তৃণমূলের পক্ষ থেকে বারবার অভিযোগ করা হয় রাজ্যপাল বিজেপিকে পক্ষপাতিত্ব করে থাকেন। এবার রাজ্যপালের সঙ্গে বিজেপি নেতৃত্বর না থাকার ঘোষণা করে দিয়ে তৃণমূলের এই অভিযোগকে অনেকটাই নস্যাৎ করে দিলেন শুভেন্দু অধিকারী। একাধিক কৌশলী চাল দিয়ে মাত করলেন তিনি শাসক দলকে, এমনটাই একাধিক বিশ্লেষকদের অভিমত। শুভেন্দু অধিকারীর উপর বিশেষ ভরসার কারণেই তাঁকে বিরোধী দলনেতার পদে এনেছে বিজেপি। পদ লাভের পরই তৃণমূলের অস্বস্তি বাড়িয়ে দিলেন তিনি বহুগুনে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!