এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > করোনা আবহে বন্ধ থাকা রাজনৈতিক কর্মসূচিতে ঝড় তুলতে এবার অভিনব পরিকল্পনা বঙ্গ বিজেপির

করোনা আবহে বন্ধ থাকা রাজনৈতিক কর্মসূচিতে ঝড় তুলতে এবার অভিনব পরিকল্পনা বঙ্গ বিজেপির


করোনা ভাইরাসের কারণে সামাজিক দূরত্ব পালন করতে হচ্ছে সকলকে। লকডাউনের মধ্যে দিয়ে চলছে গোটা দেশ। এই পরিস্থিতিতে সভা-সমিতি সহ সমস্ত রকম রাজনৈতিক কর্মসূচি বন্ধ রেখেছে প্রতিটি রাজনৈতিক দল। তবে বর্তমানে বেশ কিছু ক্ষেত্রে লকডাউনে শিথিলতা দেখা দিতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে দীর্ঘদিন ময়দানে না নামলেও, এবার সোশ্যাল মিডিয়াকে বেছে নিয়ে তৃণমূলের বিরুদ্ধে রাজনৈতিক প্রচারে নামতে উদ্যোগ নিচ্ছে ভারতীয় জনতা পার্টি।

সূত্রের খবর, বঙ্গ বিজেপির পক্ষ থেকে এবার ভার্চুয়াল রালির উদ্যোগ নেওয়া হচ্ছে। যেখানে প্রথমে দলীয় কর্মী এবং তারপরে সাধারণ মানুষকে নিয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই দলীয় কর্মসূচি একদম বুথস্তর পর্যন্ত চালাতে চাইছে বাংলার গেরুয়া শিবির। কিন্তু কিভাবে এই কর্মসূচি পালন করবে বঙ্গ বিজেপি? বস্তুত, বর্তমানে মোদি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি চলছে। তাই এই পরিস্থিতিতে কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথা তুলে ধরে দুজন করে কর্মী প্রতি বাড়িতে বাড়িতে পাঠাবে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাদের মাধ্যমে মানুষের কাছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরা হবে। তবে এই সমস্ত কিছুই হবে সামাজিক দূরত্বকে মান্যতা দিয়ে। আর তাই দুজন করে কর্মী পাঠিয়ে মানুষের কাছে নিজেদের প্রচার করতে চাইছেন দিলীপ ঘোষ, মুকুল রায়রা‌। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান সময়ে তৃণমূলের নেতাকর্মীরা মানুষের কাছে পৌঁছে ত্রাণ দিলেও, বিজেপির জনপ্রতিনিধিদের পুলিশ আটকে দিচ্ছে বলে গেরুয়া শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে।

সেদিক থেকে বিজেপি সেভাবে মানুষের কাছে পৌঁছতে পারছে না। তবে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনে তারা রাজ্যের ক্ষমতা দখলের টার্গেট নিয়ে রেখেছে। তাই সেই টার্গেট পূরণ করতে গেলে এখন থেকেই মানুষের দরজায় পৌঁছতে হবে। আর তা উপলব্ধি করেই এবার ভার্চুয়াল রালি নাম দিয়ে এই নয়া কর্মসূচি প্রয়োগ করতে চাইছে বঙ্গ বিজেপি নেতৃত্ব। এখন বাংলার গেরুয়া শিবিরের এই উদ্যোগ কতটা সফলতা পায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!