এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উন্নয়নের সিঁড়িতে চাপিয়ে উত্তরবঙ্গের অর্থনীতিই বদলে দেওয়ার প্রতিশ্রুতি ফেরি শুরু মমতার

উন্নয়নের সিঁড়িতে চাপিয়ে উত্তরবঙ্গের অর্থনীতিই বদলে দেওয়ার প্রতিশ্রুতি ফেরি শুরু মমতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে উন্নয়নের আলোয় উত্তরবঙ্গকে মুড়িয়ে দিতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন করেছেন তিনি। যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি সেতু এবং একটি ওভার ব্রিজের উদ্বোধন। আর এই প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে উত্তরবঙ্গের গ্রামীণ অর্থনীতি অনেকটাই শক্তিশালী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বলা বাহুল্য, সোমবার উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকে হলদিবাড়ি এবং মেখলিগঞ্জের যোগাযোগ ব্যবস্থা গঠন করতে জয়ী সেতুর উদ্বোধন করা হয়েছে। আর এই সেতুর যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ায় রীতিমত খুশি এখানকার মানুষরা। বাসিন্দাদের একাংশের মতে, হলদিবাড়ি কৃষিনির্ভর এলাকার। টমেটো চাষের জন্য এই এলাকা ব্যাপকভাবে বিখ্যাত। কিন্তু এতদিন যোগাযোগ ব্যবস্থার অভাবের কারণে সেই টমেটো ঠিকমত বিক্রি করা যেত না। মাঠেই তা নষ্ট হয়ে যেত।

তবে এই সেতু চালু হওয়ার ফলে এই অবস্থার পরিবর্তন হবে বলে আশা করছেন চাষিরা। যার ফলে অর্থনীতিকে চাঙ্গা হওয়ার প্রবণতা দেখা দেবে বলে দাবি একাংশের। এদিকে জয়ী সেতুর পাশাপাশি দিনহাটার শীতলকুচি এবং সিতাইয়েতের মধ্যে যোগাযোগ স্থাপন করতে মানসাই নদীর ওপর একটি সেতু নির্মাণ করা হয়েছে। যার ফলে অনেকটাই খুশি শিল্পমহল। তাদের দাবি, শিল্প স্থাপনের ক্ষেত্রে এই সেতু অনন্য ভূমিকা পালন করবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে সিআইআইর উত্তরবঙ্গের চেয়ারম্যান সঞ্জীব সাহা বলেন, “এই সেতু চালু হওয়ায় ব্যবসা বাণিজ্যের বিকাশ এবং শিল্প স্থাপনের ক্ষেত্রে বিশাল উপকার হল। এতে টম্যাটো সহ বিভিন্ন ধরনের সবজি ও তামাক নির্ভর গ্রামীণ অর্থনীতির আমূল পরিবর্তন হবে। পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় শিল্প স্থাপন করতে বাইরে থেকে উদ্যোগপতিরা এখানে আসবেন বলে আশা করছি।”

এদিকে উত্তরবঙ্গ উৎসবের মঞ্চ থেকেই ফুলবাড়ী ও গাজোলডোবার মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বচ্ছন্দ করতে এটি রুট ওভার ব্রিজের উদ্বোধন করা হয়। অনেকে বলছেন, আগে শিলিগুড়ি থেকে গাজলডোবা যেতে প্রায় 45 মিনিট সময় লাগত। কিন্তু এখন কুড়ি মিনিটেই সেখানে পৌঁছনো সম্ভব হবে। আর দুটি ব্রিজ এবং একটি রোড ওভার ব্রিজের উদ্বোধনে যে এলাকার অর্থনীতি অনেকটাই চাঙ্গা হবে, তা স্বীকার করে নিচ্ছেন প্রত্যেকেই।

এমনকি বিরোধীদের পক্ষ থেকে নানা বিষয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানানো হলেও, আড়ালে-আবডালে তারাও একথা স্বীকার করে নিচ্ছেন বলে দাবি করছেন একাংশ। স্বাভাবিকভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নির্বাচনের আগে এই ধরনের প্রকল্প রূপায়ণ যে এলাকার অর্থনীতির পুনরুদ্ধার করতে সক্ষম, সেই বিষয়টি কার্যত নিশ্চিত। সব মিলিয়ে নির্বাচনের আগে এই প্রকল্পের উদ্বোধন এলাকার মানুষের মনে যেভাবে খুশির জোয়ার এনে দিল, তাতে আগামী দিনে এখানে তৃণমূল অনেকটাই ভালো ফল করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!