এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পানীয় জল-খাবারের অভাব, প্রতিবাদে পথে নামলেন করোনা রোগীরা! চাঞ্চল্য রাজ্যে!

পানীয় জল-খাবারের অভাব, প্রতিবাদে পথে নামলেন করোনা রোগীরা! চাঞ্চল্য রাজ্যে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভয়াবহ পরিস্থিতি নিয়েছে করোনা ভাইরাস। প্রথম পর্যায়ের পর আবার বর্তমানে দ্বিতীয় পর্যায়ে এই ভাইরাস ক্রমশ বিপদজনক হয়ে উঠছে। কেউ স্বপ্নেও কল্পনা করতে পারেননি, আবার এই আকার ধারণ করবে ভয়াবহ এই মারণ রোগ। কিন্তু যে কোনো কারনেই হোক, দ্বিতীয় পর্যায়ে তা আরও মারাত্মক রূপ নিয়েছে।

আর এই পরিস্থিতিতে নির্বাচন চলার কারণে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে রাজ্যে। তবে গোদের ওপর বিষফোঁড়া হিসেবে পানীয় জল এবং খাবারের অব্যবস্থার অভিযোগে জাতীয় সড়ক অবরোধ করলেন করোনা আক্রান্ত রোগীরা। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে উত্তর দিনাজপুরের ইটাহারে।

সূত্রের খবর, আজ পানীয় জল এবং খাবারের অব্যবস্থার অভিযোগ তুলে কোয়ারেন্টাইন সেন্টার থেকে বাইরে বেরিয়ে পথ অবরোধ করেন করোনা আক্রান্ত রোগীরা। তবে পরবর্তীতে পুলিশের আশ্বাস পেয়ে সেই পথ অবরোধ তুলে নেন তারা। কিন্তু তাদের এই অবস্থার উন্নতি না হলে তারা যে আবার বৃহত্তর আন্দোলনে নামবেন, সেই ব্যাপারে জানিয়ে দিয়েছেন করোনা আক্রান্তরা। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞদের একাংশ বলছেন, বারবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনা দমাতে তারা বদ্ধপরিকর। কিন্তু ভয়াবহ এই ভাইরাসে যারা আক্রান্ত হয়েছেন, কেন তাদের ঠিকমত চিকিৎসা করা হচ্ছে না? কেন এবার সেই করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা পানীয় জল এবং খাবারের অব্যবস্থার অভিযোগ তুলে পথে নামলেন? এর ফলে সাধারণ মানুষের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হতে শুরু করেছে। একেই তো এই ভাইরাস আবার ভয়াবহ আকার ধারণ করেছে বাংলায়।

তার মধ্যে যদি অব্যবস্থার অভিযোগ তুলে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীরা রাস্তায় নামেন, তাহলে সাধারণ মানুষ এমনিতেই আতঙ্কিত হয়ে পড়বে। পাশাপাশি এই ঘটনায় রাজ্যের চিকিৎসা-ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!