এখন পড়ছেন
হোম > জাতীয় > একাধিক রাজ্য থেকে সদস্য সংগ্রহ করে, আরো তীব্র কৃষক আন্দোলনের হুঁশিয়ারি

একাধিক রাজ্য থেকে সদস্য সংগ্রহ করে, আরো তীব্র কৃষক আন্দোলনের হুঁশিয়ারি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত দুমাস ধরে দিল্লি ও দিল্লি সংলগ্ন স্থানগুলিতে চলছে কেন্দ্রের নয়াকৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের মরণপণ আন্দোলন। দিল্লির প্রবল শীতকে উপেক্ষা করে আন্দোলনে জড়ো হয়েছেন বিক্ষুব্দ কৃষকেরা। সম্প্রতি দিল্লি, হরিয়ানা, রাজস্থান, পাঞ্জাবের কৃষকেরা মূলত এই আন্দোলনে শামিল হয়েছেন। এবার এই আন্দোলনকে জোরদার করে তুলতে বিভিন্ন অন্য রাজ্য থেকে কৃষকদের নিয়ে দিল্লি যাবার প্রস্তুতি নেয়া হলো। বাংলা, বিহার, ঝাড়খন্ড থেকে প্রায় ১০ হাজার কৃষককে নিয়ে আন্দোলনে যোগ দিতে দিল্লিতে রওনা বিশেষ প্রতিনিধি দলের।

কৃষক আন্দোলনকে তীব্র করে তুলতে, আন্দোলনকারীদের সংখ্যা বৃদ্ধি করতে ওড়িশা থেকে এক বিশেষ প্রতিনিধি দল বাসে করে রওনা হয়েছেন। একাধিক রাজ্যের বিভিন্ন জায়গায় যাবেন এই প্রতিনিধি দল। বিভিন্ন স্থান থেকে সদস্য সংগ্রহ করে তাঁরা নিয়ে যাবেন দিল্লিতে। এই প্রতিনিধি দলের মধ্যে আছেন একাধিক কৃষক সংগঠনের সদস্যরা। আছেন চিকিৎসক, আইনজীবী থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রতিনিধি দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ, ঝারখন্ড, বিহার, উত্তর প্রদেশ থেকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে প্রায় ১০ হাজার মানুষকে। যারা সকলেই কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনকারী কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবেন ও তাদেরকে সমর্থন জানাবেন। আজ পশ্চিমবঙ্গের খড়্গপুরের নিমপুরাতে আসে এই প্রতিনিধিদল। প্রতিনিধিদলের জনৈক সদস্য জানালেন যে, বিভিন্ন রাজ্য থেকে সদস্য সংগ্রহ করছেন তাঁরা। দিল্লির সীমান্তে কৃষকদের আন্দোলন আরও শক্তিশালী ও বৃহত্তর করে তুলতে তারা কৃষকদের পাশে দাঁড়াবেন।

রাষ্ট্রীয় সংযোগ নবনির্মাণ কিষান সংগঠন ইতিমধ্যেই উড়িষ্যার ভুবনেশ্বর থেকে যাত্রা শুরু করেছে। একাধিক রাজ্য থেকে সমাজের বিভিন্ন স্তরের লোকজনকে নিয়ে তাঁরা পৌঁছাতে চলেছেন দিল্লিতে। দিল্লিতে গিয়ে কেন্দ্রের নয়া তিন কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের পাশে গিয়ে দাঁড়াবেন তাঁরা। কেন্দ্রীয় নয়া তিন কৃষি আইন সম্পূর্ণ বাতিলের দাবিতে কৃষকদের পাশে থেকে তীব্র আন্দোলন গড়ে তুলবেন তাঁরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!